ফল নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর।
১। প্রশ্ন : বাংলাদেশের জাতীয় ফল কি ?
উত্তর : আমাদের জাতীয় ফল কাঁঠাল।
উত্তর : আমাদের জাতীয় ফল কাঁঠাল।
২। প্রশ্ন : ফলের রাজা কোনটি ?
উত্তর : ফলের রাজা আম।
উত্তর : ফলের রাজা আম।
৩। প্রশ্ন : ৫টি মিষ্টি ফলের নাম বল ?
উত্তর : আম, কাঁঠাল, পেঁপে, লিচু ও ডালিম।
উত্তর : আম, কাঁঠাল, পেঁপে, লিচু ও ডালিম।
৪। প্রশ্ন : ৫টি টক ফলের নাম বল ?
উত্তর : বরই, চালতা, কামরাঙা, তেঁতুল, আমড়া।
উত্তর : বরই, চালতা, কামরাঙা, তেঁতুল, আমড়া।
৫। প্রশ্ন : ৫টি রসালো ফলের নাম বল ?
উত্তর : আম, কাঁঠাল, আনারস, লিচু ও কমলা।
উত্তর : আম, কাঁঠাল, আনারস, লিচু ও কমলা।
৬। প্রশ্ন : বাংলাদেশের কোথায় কাঁঠাল বেশি হয় ?
উত্তর : ময়মনসিংহ, গাজীপুর ও সাভারে।
উত্তর : ময়মনসিংহ, গাজীপুর ও সাভারে।
৭। প্রশ্ন : গরমকালে কি কি ফল পাওয়া যায় ?
উত্তর : আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস ইত্যাদি ।
উত্তর : আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস ইত্যাদি ।
৮। প্রশ্ন : বাংলাদেশের কোন জেলায় আম ভালো হয় ?
উত্তর : রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
উত্তর : রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
৯। প্রশ্ন : শীতকালে কি কি ফল পাওয়া যায় ?
উত্তর : জলপাই, বড়ই, কমলা, আঙ্গুর ইত্যাদি।
উত্তর : জলপাই, বড়ই, কমলা, আঙ্গুর ইত্যাদি।
১০। প্রশ্ন : কয়েকটি বিদেশি ফলের নাম বলো ?
উত্তর : আপেল, নাশপতি, মাল্টা, আঙ্গুর ইত্যাদি।
উত্তর : আপেল, নাশপতি, মাল্টা, আঙ্গুর ইত্যাদি।
১১। প্রশ্ন : বাংলাদেশের কোন জেলায় লিচু ভালো হয় ?
উত্তর : রাজশাহী জেলায় লিচু ভালো হয়।
উত্তর : রাজশাহী জেলায় লিচু ভালো হয়।
১২। প্রশ্ন : বাংলাদেশের কোন জেলায় কলা ভালো হয় ?
উত্তর : নরসিংদী জেলায় কলা ভালো হয়।
উত্তর : নরসিংদী জেলায় কলা ভালো হয়।
১৩। প্রশ্ন : বাংলাদেশের কোথায় নারকেল বেশি হয় ?
উত্তর : বরিশালে নারকেল বেশি হয়।
উত্তর : বরিশালে নারকেল বেশি হয়।
১৪। প্রশ্ন : বাংলাদেশের কোথায় আনারস বেশি হয় ?
উত্তর : সিলেটের জলঢুপে আনারস বেশি হয়।
উত্তর : সিলেটের জলঢুপে আনারস বেশি হয়।
১৫। প্রশ্ন : বাংলাদেশের কোন জেলায় কমলা ভালো হয় ?
উত্তর : সিলেট জেলায় কমলা ভালো হয়।
উত্তর : সিলেট জেলায় কমলা ভালো হয়।
১৬। প্রশ্ন : সারাবছর পাওয়া যায় এমন তিনটি ফলের নাম বলো ?
উত্তর : কলা, পেঁপে ও নারকেল ।
উত্তর : কলা, পেঁপে ও নারকেল ।
১৭। প্রশ্ন : কোন ফলে সবচেয়ে বেশি ভিটামিন “সি” আছে ?
উত্তর : আমলকিতে সবচেয়ে বেশি ভিটামিন “সি” আছে।
উত্তর : আমলকিতে সবচেয়ে বেশি ভিটামিন “সি” আছে।
১৮। প্রশ্ন : কোন কোন ফলে ভিটামিন “সি” আছে ?
উত্তর : আমলকি, আমড়া, পেয়ারা, টমেটো, লেবু, আনারস, কমলা ইত্যাদি ফলে ভিটামিন “সি” আছে।
উত্তর : আমলকি, আমড়া, পেয়ারা, টমেটো, লেবু, আনারস, কমলা ইত্যাদি ফলে ভিটামিন “সি” আছে।