নেলসন ম্যান্ডেলার বিখ্যাত উক্তি ও বাণী সমূহ।
নেলসন রোলিহ্লাহ্লা ম্যান্ডেলা ১৯১৮ সালে দক্ষিণ আফ্রিকার ট্রান্সকিতে জন্মগ্রহণ করেছিলেন। বিশ্ব বরেণ্য এই রাষ্ট্রনায়ক বর্ণ বিদ্বেষ এর বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছিলেন। দীর্ঘ ২৭ বছরের কারাজীবনে নানা ঘাত প্রতিঘাতেও জীবনীশক্তি ও আদর্শবোধে অটল ছিলেন তিনি। কারাগারে থাকার সময়ে নেলসন ম্যান্ডেলা লন্ডন বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কর্মসূচীর আওতায় পড়াশোনা করে আইনে স্নাতক ডিগ্রি লাভ করেন।
১৯৯৩ সালে নোবেল শান্তি পুরস্কার জয়ী কৃষ্ণাঙ্গ নেতা নেলসন ম্যান্ডেলা প্রথম দক্ষিণ আফ্রিকার সমস্ত জাতি, বর্ণ, ধর্ম, সম্প্রদায়ের অবাধ ও গণতান্ত্রিক ভোটাধিকারের দ্বারা প্রেসিডেন্ট নির্বাচিত হন। ‘লং ওয়াক টু ফ্রিডম ‘ , ‘দ্য স্ট্রাগল ইজ মাই লাইফ‘ নামক বিশ্ববিখ্যাত গ্রন্থগুলোর প্রণেতা নেলসন ম্যান্ডেলা ৫ই ডিসেম্বর, ২০১৩ইং পরলোকগমণ করেন।
”বিভিন্ন সমস্যা কিছু মানুষকে ধ্বংস করে দেয় আবার অন্যদের গড়ে তোলে। যে মানুষ চেষ্টা অব্যাহত রাখে, তার আত্মাকে কেটে ফেলার মতো যথেষ্ট ধারালো কোনো কুঠার নেই; আশার মতো অস্ত্র যার কাছে আছে, সে শেষ পর্যন্ত টিকে থাকবে।“- নেলসন ম্যান্ডেলা
”আমি শিখেছি, উৎসাহ মানে ভয়ের অনুপস্থিতি নয় বরং ভয়ের বিরুদ্ধে জয়। সাহসী ব্যক্তি তিনি নন, যিনি ভয় পান না; বরং তিনিই সাহসী, যিনি ভয়কে জয় করেন।“- নেলসন ম্যান্ডেলা
” আমার সফলতার ভিত্তিতে আমাকে বিচার করো না, আমাকে বিচার করো আমার ব্যর্থতা এবং ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর ভিত্তিতে। “- নেলসন ম্যান্ডেলা
“কেউ যদি নিজের লক্ষে স্থির থাকে তবে সে অবশ্যই বিজয়ী হবেই।“- নেলসন ম্যান্ডেলা
”হাতের রেখায় ভাগ্য থাকে না, ভাগ্য থাকে মানুষের কর্মে।“- নেলসন ম্যান্ডেলা
“ঘৃণা মনকে অন্ধকার করে দেয়। কৌশলের পথ রুদ্ধ করে দেয়। নেতাদের ঘৃণা করা সাজে না”।- নেলসন ম্যান্ডেলা
”প্রত্যেকেই নিজ নিজ পারিপার্শ্বিক পরিস্থিতির ঊর্ধ্বে উঠতে পারে এবং সাফল্য অর্জন করতে পারে যদি সে যা করছে তার প্রতি নিবেদিত প্রাণ ও সত্যিকারের আন্তরিক হয়।“- নেলসন ম্যান্ডেলা
“যদি কেউ ঘৃণা করতে শেখে তাহলে সে ভালবাসা শিখে নিতে পারে। ঘৃণা নয়, মানব হৃদয়ে স্বাভাবিকভাবে ভালবাসার জন্ম হয়”।- নেলসন ম্যান্ডেলা
“যদি তুমি কারো সাথে তোমার ভাষায় কথা বলো, তার কাছে যেতে পারবে; যদি তার ভাষায় কথা বল, তার হৃদয়ে প্রবেশ করতে পারবে।“-নেলসন ম্যান্ডেলা
“সাহসী মানুষের শান্তির জন্য ক্ষমা করতে ভীত নয়”।-নেলসন ম্যান্ডেলা
”আমি যদি হারানো সময় আবার ফিরে পেতাম, তাহলে একই কাজগুলো আবার করতাম। নিজেকে একজন মানুষ বলে দাবি করেন এমন যেকোনো ব্যক্তি তা-ই করবেন।“-নেলসন ম্যান্ডেলা
“পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে আপনি যতটা অর্জন করতে পারবেন, তার চেয়ে ঢের বেশী অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে”।-নেলসন ম্যান্ডেলা
“আমি বর্ণবাদকে ঘৃণা করি কারণ এটা একটা বর্বর বিষয়, তা সে কালো বা সাদা যে কোন মানুষের কাছ থেকে আসুক না কেন।“- নেলসন ম্যান্ডেলা
“যেখানে এক সময় থাকে বেদনার বসবাস, খেলাধুলা সেথায় করতে পারে আশাবাদের চাষ”।- নেলসন ম্যান্ডেলা
”আমি যেকোনো ধরনের বর্ণবাদী বৈষম্যকে সবচেয়ে তীব্রভাবে ঘৃণা করি। সারা জীবন আমি এর বিরুদ্ধে লড়েছি; আমি এখনো লড়াই করি এবং জীবনের শেষ দিন পর্যন্ত বর্ণবাদের বিরুদ্ধে লড়ে যাব।“- নেলসন ম্যান্ডেলা
”আমরা এমন একটি সমাজের জন্য যুদ্ধ করছি যেখানে মানুষের বর্ণ নিয়ে কেউ চিন্তা করবেনা।”- নেলসন ম্যান্ডেলা
“যে কোন কিছুতে ভীত নয়; সে নয়, বরঞ্চ যে ভয়কে জয় করে সেই হচ্ছে প্রকৃত সাহসী।”- নেলসন ম্যান্ডেলা
”তুমি যত মূল্যবান হবে, ততো বেশি তুমি সমালোচনার পাত্র হবে।“- নেলসন ম্যান্ডেলা
“সম্মান তাদের প্রাপ্য, যারা কখনো সত্যকে পরিত্যাগ করে না, এমনকি যখন পরিস্থিতি অন্ধকারচ্ছন্ন এবং বেদনাদায়ক”।- নেলসন ম্যান্ডেলা
”জীবনে যদি কিছু করতে চাও, তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও।“- নেলসন ম্যান্ডেলা
“শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যার মধ্যে দিয়ে পৃথিবীকে বদলে ফেলা যায়”।- নেলসন ম্যান্ডেলা
“যখন একজন মানুষ বিবেচনা করে যে নিজ জাতি এবং স্বদেশের প্রতি সে তার দায়িত্ব পালন করেছে, তখন সে শান্তিতে মৃত্যু বরণ করতে পারে।“- নেলসন ম্যান্ডেলা
”আমি সামান্য সময়ের জন্য বিশ্রাম নিতে পারি কিন্তু স্বাধীনতা আমাদের জন্য বিশাল এক দায়িত্ববোধ নিয়ে আসে ফলে এখানে কোন গড়িমসি করার সময় নেই, আমার দীর্ঘ যাত্রা এখনো শেষ হয়নি।”- নেলসন ম্যান্ডেলা
”আপনি যদি শত্রুর সাথে শান্তিতে থাকতে চান তবে তার সাথে আপনাকে মিশে যেতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে তবেই আপনার শত্রু আপনার সঙ্গী তে পরিণত হবে।”- নেলসন ম্যান্ডেলা
”আমি সাধু নই, তবে যদি সাধুকে এমন এক পাপী হিসেবে বিবেচনা কর, যে সৎ হবার জন্য তার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাহলে আমি তাই।“- নেলসন ম্যান্ডেলা
“তোমার কাজে যেন তোমার ভয়গুলোর বদলে তোমার আশাগুলো প্রকাশ পায়।“- নেলসন ম্যান্ডেলা
”সবসময়, যতক্ষণ না কাজ সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত তা এক অসম্ভব বিষয় বলে মনে হয়।”- নেলসন ম্যান্ডেলা
”স্বাধীন মনের অধিকারী বন্ধুদের আমি পছন্দ করি। কারণ, তারা বিভিন্ন সমস্যাকে সব রকমের দৃষ্টিকোণ থেকে দেখতে আপনাকে সহায়তা করে।“- নেলসন ম্যান্ডেলা