ব্যবহৃত চা পাতা ফেলে না দিয়ে কাজে লাগান।

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক কাপ গরম গরম চা না পেলে যেন দিনটাই শুরু হয় না।

শুধু ঘুম থেকে উঠেই নয় যেকোনো সময় শরীরকে চাঙ্গা ও সতেজ রাখতে এক কাপ চায়ের জুরি মেলা ভার। চা শুধু শরীরটাকে চাঙ্গা রাখে না বরং এর রয়েছে অনেক ঔষধি গুন।

চা পান করার পাশাপাশি অনেক কাজ করা যায়। ব্যবহৃত চা পাতা ফেলে না দিয়ে সেই পাতা অনেক কাজে ব্যবহার করা যায়।

চলুন জেনে নেওয়া যাক, ব্যবহৃত চা পাতার ব্যবহার সম্পর্কে-

সার হিসেবে:

চায়ের পাতা গাছের সার হিসেবে অনেক উপকারী।

সেক্ষেত্রে চায়ের পাতা রোদে শুকিয়ে তারপর গাছের গোড়ায় সার হিসেবে ব্যবহার করতে হবে। এতে গাছ দ্রুত বড় হবে এবং গাছের পাতা গাঢ় সবুজ হবে।

জুতার দুর্গন্ধ দূর করতে:

আমরা জুতার দুর্গন্ধ দূর করতে চা পাতা ব্যবহার করতে পারি।

এক্ষেত্রে ব্যবহৃত গ্রিনটির ব্যাগ জুতার ভেতরে রাখুন। এতে জুতার গন্ধ দূর হয়ে যাবে।

ছোটখাটো কাটা থেকে রক্তপাত বন্ধ করতে:

ব্যবহৃত টি ব্যাগ ছোটখাটো কাটা এবং ক্ষত থেকে রক্তপাত বন্ধ করতে সহায়তা করে। চায়ে থাকা ট্যানিন রক্ত জমাট বাঁধে।

ক্ষত কমাতে:

হাত কেটে গেছে? অ্যান্টিসেপটিক খুঁজছেন? সেক্ষেত্রে চায়ের পাতা ব্যবহার করতে পারেন। এজন্য চা পাতা ভালো করে সিদ্ধ করে নিন। তারপর কেটে যাওয়া জায়গায় লাগান। দ্রুত ক্ষত সেরে যাবে।

কাপড় ভালো রাখতে:

আলমারিতে অনেক দিন ধরে কাপড় রাখলে পুরনো কাপড়ের গন্ধ সৃষ্টি হয়।

সেক্ষেত্রে ব্যবহার করা চা পাতা যদি একটি টিস্যু পেপারে মুড়িয়ে আপনি আলমারিতে রেখে দেন, তাহলে কাপড়গুলো ভালো থাকবে। পোকামাকড়ের উপদ্রব থেকেও রেহাই পাবে।

পায়ের যত্নে:

পায়ের পাতা এবং গোড়ালিতে ময়লা জমলে চা পাতা দিয়ে পা পরিষ্কার করে নিন। সেক্ষেত্রে ব্যবহার করা চা পাতা গরম পানিতে ঢেলে পা ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন।

চোখের কালো দাগ নিরাময়ে:

চোখের নিচে কালো দাগ দূর করতে টি ব্যাগ কিংবা চা পাতা টিস্যুর মধ্যে নিয়ে চোখের ওপরে ২০ মিনিট দিয়ে রাখুন।

দেখবেন চোখের ফোলা বা লাল ভাব কমে গিয়ে ক্লান্তি দূর হয়েছে।

ত্বকের কালো ভাব দূর করতে:

চায়ে উপস্থিত টনিক এসিড ত্বকের কালো ভাব দূর করতে সাহায্য করে। সরাসরি টি ব্যাগ মুখে ব্যবহার করতে পারেন।

কন্ডিশনার হিসেবে:

কেনা কন্ডিশনার না মেখে প্রাকৃতিক কন্ডিশনার দিয়েও চুলের যত্ন নিতে পারেন। এই রকমই একটি প্রাকৃতিক কন্ডিশনার হলো চা পাতা।

চা পাতা জ্বাল দিয়ে সেই পানি দিয়ে শ্যাম্পু করার পর চুল ধুয়ে নিলেই চুল হয়ে উঠবে সতেজ ও ঝলমলে।