নখে নেলপলিশ দীর্ঘস্থায়ী করার উপায়।
নখের সৌন্দর্য নিয়ে মেয়েদের ফ্যাসিনেশনের শেষ নেই। আর সবচেয়ে বড় কথা হাতের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য নখের ভূমিকা অনেক। তবে নখ যতই সুন্দর হোক না কেন নেলপলিশ ছাড়া সৌন্দর্য্যের পূর্নতা পায় না।
হাতে নেলপলিশ দিয়ে সেটা কয়েক দিন পর্যন্ত সুন্দর রাখাও কষ্ট। এমন হয় যে শত চেষ্টা করেও সাধের নেলপলিশকে দীর্ঘ সময় টিকিয়ে রাখা যায় না।
নিচে কিছু টিপস দেওয়া হলো যা মেনে চললে নেলপলিশ দীর্ঘস্থায়ী করতে পারবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক, সেগুলো কি কি-
নখ ভাল করে পরিষ্কার করুন:
নেল পলিশ লাগানোর আগে প্রথমে নখ ভালো করে পরিষ্কার করে নিতে হবে।
নখ অপরিষ্কার থাকলে, নেলপলিশ উঠে যাওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। তাই নেলপালিশ লাগানোর আগে, নখ ভালো করে পরিষ্কার করে নিন।
সর্বদা বেস কোট ব্যবহার করুন:
নেল পলিশ অনেকদিন রাখতে চাইলে, নেলপালিশ পরার আগে বেস কোট লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বেস কোট নেলপলিশকে দীর্ঘ সময় নখে ধরে থাকতে সহায়তা করে। তাছাড়া বেস কোট, নখকে সুন্দর এবং রঙিন রাখে।
ভালো করে নেলপলিশ লাগাতে হবে:
এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। নেলপলিশ পরার সময় নখে খুব ভালো করে নেল পলিশ লাগান।
হ্যান্ড ক্রিম ব্যবহার করুন:
হ্যান্ড ক্রিম সানস্ক্রিনের মতো কাজ করে। দিনে দু’বার হ্যান্ড ক্রিম ব্যবহার করলে, এতে হাত ময়শ্চারাইজড থাকে এবং এটি আপনার নখকেও ঠিক রাখতে সহায়তা করে।
ঠান্ডা হাওয়াতে নখ শুকিয়ে নিন:
ঠান্ডা হাওয়ায় বা নর্মাল হওয়াতে নেলপলিশ শুকানোর চেষ্টা করুন। গরম বাতাস নখ ঠিকভাবে শুকোতে বাধা দিতে পারে, তাই ঠান্ডা হওয়া ব্যবহার করুন। নখ শুকানোর জন্য ফ্যানের নীচে হাতটি রাখুন।
গ্লাভস ব্যবহার করুন:
প্রতিদিনের ঘরের কাজ করার সময় অবশ্যই গ্লাভস ব্যবহার করুন। গ্লাভস আপনার নেলপলিশ দীর্ঘস্থায়ী করতে এবং নখ ভাল রাখতে সাহায্য করবে।
নখ ঘষা কিংবা কামড়ানো যাবে না:
দাঁত দিয়ে নখ কাটা অনেকেরই একটা বদভ্যাস। আবার অনেকেই একটু মানসিক চাপ হলেই, নিজের অজান্তে নখ ঘষাঘষি শুরু করেন।
তবে নখ ঘষাঘষি করলে কিংবা কামড়ালে, খুব তাড়াতাড়ি নেল পলিশ উঠে যেতে পারে।