ক্যাপ্টেন লোগো এবং কচ্ছপ। মজার গল্প।
ক্যাপ্টেন লোগো এবং কচ্ছপ একটি জঙ্গলে গুপ্তধন খুঁজতে গেল। সেখানে গিয়ে ক্যাপ্টেন লোগো এবং কচ্ছপ পুরো জঙ্গলে গুপ্তধন খুঁজে বেড়াচ্ছিল। তারা জানত না কিভাবে তারা যাবে। কচ্ছপ ক্যাপ্টেন লোগো কে বললো আমরা হারিয়ে গেছি।
তখন হটাৎ ক্যাপ্টেন লোগো দুটো খরগোশের বাচ্চাকে ঝোপঝাড়ে দেখতে পেল। ক্যাপ্টেন লোগো খরগোশের বাচ্চা দুটো কে সব কিছু বললো। আর জিজ্ঞাসা করলো তুমরা কি আমাদের রাস্তা টি দেখিয়ে দিতে পারবে।
দুটো খরগোশের বাচ্চার মধ্যে একটি বলল আমি তোমাদের রাস্তা টি বলে দিচ্ছি।
প্রথমে এখন থেকে ১০ পা হেঁটে এগিয়ে বাম দিকে যাবে।
সেখান থেকে আবার ৭ পা এগিয়ে ডান দিকে যাবে।
তারপর আবার ৬ পা হেঁটে এগিয়ে ডান দিকে যাবে।
আবার ৪ পা যাবে।
ক্যাপ্টেন সেখানে একটি তাবু টানিয়ে থাকার জায়গা করলো। তারপর সে কচ্ছপের পিঠে চক পাউডারের একটি ব্যাগ বেঁধে দেয় যাতে সে হাঁটার সময় রাস্তায় একটি রেখা তৈরি হয়।
ক্যাপ্টেন লোগো এবং কচ্ছপ খরগোশের কথা অনুযায়ী হেঁটে গেল গন্তব্যের দিকে। তারা ১০ পা হেঁটে এগিয়ে গেল যাওয়ার সময় কচ্ছপের ব্যাগ থেকে চক পাউডার পরে রেখা তৈরি হলো।
১০ পা হাঁটার পরে তারা বাম দিকে ঘুরলো। সেখান থেকে আবার ৭ পা এগিয়ে যায় এবং রেখা তৈরি হয়। তারপর তারা ডান দিকে ঘুরে যায়।
তারা আবার ৬ পা হেঁটে এগিয়ে যায় এবং রেখা তৈরি হয়। এবং তারা দেন দিকে ঘুরে যায়। আবার ৪ পা এগিয়ে যেয়ে কচ্ছপ ৪ পা একটি রেখা তৈরি করে।
তখন ক্যাপ্টেন লোগো এবং কচ্ছপ আপেল গাছ দেখতে পায়। কি মজা আমরা গুপ্তধন খুঁজে পেয়েছি।