MAN কাকে বলে? MAN এর বৈশিষ্ট্য কী কী?

MAN কাকে বলে?


MAN এর পূর্ণরূপ হচ্ছে Metropolitan Area Network মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। সচরাচর একটি নির্দিষ্ট অঞ্চল বা শহরের মধ্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে MAN বলা হয়।

অর্থাৎ, একই শহরের মধ্যে অবস্থিত কয়েকটি ল্যানের সমন্বয়ে গঠিত ইন্টারফেসকে বলা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (MAN)। এই ধরনের নেটওয়ার্ক এর জন্য মিডিয়া হিসাবে টেলিফোন লাইন, মডেম ও আনুষঙ্গিক যন্ত্রপাতির প্রয়োজন হয়।

metropolitan_area_network

সাধারণত কোন ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা, অফিসের মধ্যে যোগাযোগ এর জন্য এই ধরনের নেটওয়ার্ক পদ্ধতি ব্যবহার করা হয়। এ ধরণের নেটওয়ার্ক ৫০-৭৫ মাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে। এই নেটওয়ার্কর ডাটা ট্রান্সফার স্পিড গিগাবিট পার সেকেন্ড হয়ে থাকে।

MAN এর বৈশিষ্ট্য কি কি?


MAN এর বৈশিষ্ট্য সমূহ:
১. MAN এর বিস্তৃতি ১০ থেকে ৩০ কি.মি. (৫০-৭৫ মাইল) পর্যন্ত হতে পারে।
২. MAN এ ডেটা ট্রান্সফারের হার সাধারণত 10Mbps থেকে 10Gbps. হয়ে থাকে।
৩. LAN এর চেয়ে MAN অধিক দ্রুত গতি সম্পন্ন।
৪. MAN নেটওয়ার্কের দ্বৈত বাস একই সাথে উভয় দিকের ডেটা প্রেরণে সহায়তা করে।
৫. MAN ব্যবহারে খরচ তুলনামূলক ভাবে বেশি হয়ে থাকে। MAN এর মালিকানা সাধারণত কোনাে অর্গানাইজেশনের হয়ে থাকে।
৬. MAN ব্যবহারে নেটওয়ার্কে ডেটা অত্যন্ত দ্রুত স্থানান্তরিত হয়। এছাড়া অধিক পরিমাণে তথ্য আদান-প্রদান করা যায়।
৭. MAN এ ব্যবহৃত মাধ্যমটি বেশিরভাগ অপটিকাল ফাইবার ক্যাবল দিয়ে করা হয়ে থাকে।
৮. MAN এ সব ধরণের ডেটা আদান-প্রদান করা যায়। এছাড়া ব্রান্ডউইথ ব্যবহার করে খুব দ্রুত ডেটা আদান-প্রদান করা যায়।
৯. MAN নেটওয়ার্কের ব্যবহৃত ডিভাইসগুলো হলো- রাউটার, সুইচ, মাইক্রোওয়েভ এন্টেনা ইত্যাদি।
১০. MAN ব্যবহার করে ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা, অফিসের মধ্যে যোগাযোগ করা যায়।