হাত-পা থেকে মেহেদির রং তোলার উপায়।

মেহেদি পরতে সবাই পছন্দ করে। বিশেষকরে উৎসব-অনুষ্ঠানে হাতে-পায়ে মেহেদি বেশি পরা হয়। তবে মেহেদি পরার পর যতদিন পর্যন্ত রং গাঢ় থাকে ততদিন পর্যন্ত ভালো লাগে।

যখন রং হালকা হতে থাকে তখন দেখতে আর ভালো লাগে না।

মেহেদির রং হাত থেকে উঠতে না উঠতেই আবার নতুন করে মেহেদি পরার সময় হয়ে যায়।

তাই হাত-পা থেকে মেহেদি তোলার কিছু উপায় জেনে নিন-

লেবু:

lime mehedi rong

লেবুতে ব্লিচিং উপাদান রয়েছে, যা মেহেদির রং তুলতে সাহায্য করে। তাই লেবু কেটে তা হাত-পায়ে বেশ সময় ধরে স্ক্রাব করতে থাকুন।

দেখবেন মেহেদির রং ধীরে ধীরে উঠে যাবে।

টুথপেস্ট:

Toothpaste Tips

যেখানে মেহেদি লেগে আছে সেখানে টুথপেস্ট দিয়ে ঘঁষতে থাকুন।

কিছুক্ষণ পরে ভেজা কাপড় দিয়ে মুছে নিন। মেহেদি না উঠা পর্যন্ত দিনে দুইবার এই কাজটি করতে পারেন।

ডিটারজেন্ট পাউডার:

Detergent Powder

ডিটারজেন্ট পাউডার বা dove সাবান দিয়ে মেহেদি তোলা খুবই সহজ। পানিতে পাউডার মিশিয়ে হাত ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। তারপর হাত ধুয়ে নিন।

এছাড়া dove সাবান হাতে লাগিয়ে বেশ সময় ধরে স্ক্রাব করুন। এভাবে ২-৩ বার হাত ধুতে হবে।

লেবু ও বেকিং সোডা:

baking soda for colour

লেবু ও বেকিং সোডা মেহেদির রং খুবই কার্যকরী সমপরিমাণ নিয়ে ভালোভাবে মেশান। ঘন পেস্ট তৈরি করুন। এটি ৫ মিনিটের জন্য হাত-পায়ে লাগিয়ে রাখুন।

তারপর ধুয়ে ফেলুন। এতে হাত-পা শুষ্ক লাগলে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

লবণ:

salt for mehedi

লবণ হাত-পায়ের মেহেদি তুলতে দারুণ কাজ করে। একটি বাটিতে পানিতে ২ চামচ লবণ মিশিয়ে নিন।

এবার ২০ থেকে ২৫ মিনিটের মত মেহেদি লাগানো হাত তাতে ভিজিয়ে রাখুন।