পথিক ও বটগাছের গল্প।

গ্রীষ্মকালের এক দুপুরে প্রচন্ড রোদের তাপে ঝলসে যাচ্ছে চারদিক। বটগাছের শীতল ছায়ায় বসে শ্রান্ত ক্লান্ত কয়েকজন পথিক বিশ্রাম করছিল। নিজেদের মধ্যে নানান গল্প করতে করতে কিছুক্ষণের মধ্যে তাদের ক্লান্তি দূর হলো।

একজন আরামে নিশ্বাস ছেড়ে বলল, “আঃ”! এতক্ষণে শরীর জুড়োল। সূর্য যেন আকাশ থেকে আগুন ঢালছে। অন্য এক পথিক বটগাছের ঝাঁকড়া মাথার দিকে তাকিয়ে বসেছিল। সে এবারে বলল দেখো এমন বিশাল বটগাছ একটা বটগাছ কিন্তু না হয় ফুল না হয় খাওয়ার উপযুক্ত ফল এদিকে জায়গা জুড়ে আছে কতটা।

পথিকের কথা শুনে বটগাছ ভাবতে লাগল হায়রে মানুষ কি অকৃতজ্ঞ আমার ছায়ায় বসে বিশ্রাম করে ক্লান্তি দূর করছে আবার আমারই নিন্দা করছে বলছে আমি মানুষের কোন উপকারে লাগি না।

উপদেশ: উপকারীর নিন্দা করা স্বার্থপর মানুষের স্বভাব।