ডাউন সিনড্রোম শিশু চেনার উপায়।

ডাউন সিনড্রোম (ইংরেজি: Down syndrome) সংক্ষেপে: DS বা DNS, এটা ট্রাইসোমি ২১ নামেও পরিচিত। এটি একটি জেনেটিক রোগ যেখানে ২১ নং ক্রোমোজোমে আরেকটি অতিরিক্ত ক্রোমোজোম বিদ্যমান। এই রোগে শিশুর শারীরিক বৃদ্ধি ব্যাহত হয় ও বুদ্ধিমত্তা স্বাভাবিকের তুলনায় কম থাকে।

Down syndrome

মানব শরীরের কোষের ক্রোমোজমের অসামঞ্জস্যতার জন্য ডাউন সিনড্রোম (Down syndrome) শিশু জন্মায়। ব্রিটিশ চিকিৎসক জন ল্যাঙ্গডন ডাউন ১৮৬৬ সালে এ শিশুদের প্রথম চিহ্নিত করেন, তাই তার নামানুসারে ডাউন সিনড্রোম নামকরণ করা হয়েছে।

প্রতি ৫০০ থেকে ৭০০ শিশুর মধ্যে একজন শিশু ডাউন সিনড্রোম শিশু হিসাবে জন্মগ্রহণ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর ৫০০০ বা প্রতিদিন প্রায় ১৫ জন ডাউন শিশুর জন্ম হয়।

ডাউন সিনড্রোম শিশু চেনার উপায়সমূহঃ


  • শরীর শিথিল এবং থলথলে ভাব হয়ে থাকে।

  • হাতের তালু সাধারণত অমসৃণ বা খসখসে হয়ে থাকে।

  • ঘন ঘন শারীরিক অসুস্থ্যতা হতে দেখা যায়।

  • চোখের কিনারা উপরের দিকে উঠানো থাকে।

  • হাতের তালুতে হস্তরেখা একটি থাকে।

  • দেহের আকার ছোট বা বামন আকৃতির হয়ে থাকে।

  • নাক ও কপালের সংযোগস্থল সমান্তরাল হয়ে থাকে।

  • চোখের চারদিকে ফোলা বা ভাঁজ করা থাকে।

  • পায়ের বৃদ্ধ আঙ্গুলের মাঝে ফাঁক বেশি হয়ে থাকে।

  • হার্টের রোগ হওয়ার সম্ভবনা বেশি হয়ে থাকে।

  • মাথার চুল সাধারণত খাঁড়া হয়ে থাকে।