চুলের যত্নে তেজপাতা।
বাঙালির রান্না ঘরে তেজপাতা একটি অপরিহার্য উপাদান। রান্নার স্বাদ বাড়াতে তেজপাতার জুড়ি নেই সে কথা আমরা সকলেই জানি। খুবই সুমিষ্ট মন মাতানো ঘ্রাণ রয়েছে তেজপাতায়। খাবারে স্বাদ বাড়ানোর পাশাপাশি সৌন্দর্যচর্চায় বিশেষ করে চুলের যত্নে তেজপাতার রয়েছে দারুণ কার্যকারিতা।
জেনে নিন, কীভাবে নিয়মিত তেজপাতা ব্যবহার করে সহজেই নির্মূল করতে পারবেন আপনার চুলের যাবতীয় সমস্যা-
চুল পড়া বন্ধ করতে:
একটা পাত্রে এক লিটার পানি গরম করুন। পানি ফুটে গেলে তাতে তেজপাতা গুলো দিয়ে দিতে হবে। তেজপাতা সমেত জলটা পাঁচ থেকে ছয় মিনিট ফুটতে দিন। তারপর আঁচ থেকে নামিয়ে ঠান্ডা করে তেজপাতা তুলে ফেলে দিন। এই তেজপাতা ফোটানো পানি ঠান্ডা করে চুল ধুয়ে নিন। এতে চুল পড়া কমে যাবে।
মাথার খুশকি দূর করতে:
তেজপাতার অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান খুশকি দূর করতে সাহায্য করে। কয়েকটি তেজপাতা গুঁড়ো করে পরিমাণমতো নারকেল তেলের সঙ্গে মিশিয়ে হালকা গরম করে মাথার তালুতে ভালোভাবে ম্যাসাজ করতে হবে। এভাবে ৩০ মিনিট রেখে তারপর মাথা ধুয়ে ফেলতে হবে। এটি নিয়মিত করলে মাথা থাকবে খুশকিমুক্ত।
প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে:
চুলের জন্য প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে তেজপাতার জুড়ি নেই। পরিমান মতো পানিতে চার থেকে পাঁচটি তেজপাতা দিয়ে ফুটিয়ে নিন। তারপর ঠান্ডা চুলে শ্যাম্পু করার পর এই পানি চুলে মাখিয়ে পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করুন এবং পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
মাথার চুলকানি কমাতে:
অনেক সময় মাথার তালুতে বিভিন্ন রকম ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন দেখা দেয়। এতে মাথার ত্বকে চুলকানি, খুশকি বা র্যাশের মতো সমস্যা তৈরি হতে পারে। এ ধরনের সমস্যায় নিয়মিত তেজপাতার পানি ব্যবহার করলে উপকার পাওয়া যাবে।