হাঁটু ও কনুইয়ের কালো দাগ দূর করার প্রাকৃতিক উপায়।

আমরা নিয়মিত হাত, পা ও মুখের ত্বকের যত্ন নিই। কিন্তু হাঁটু ও কনুইয়ের যত্ন নেয়ার কথা ভুলে যাই। ফলে হাঁটু ও কনুইয়ের কালচে ভাব দূর করতে কসমেটিকস ব্যবহার করে থাকি। এতে ত্বকের ক্ষতিও হয়ে থাকে। তবে এই সমস্যা সমাধানের কিছু প্রাকৃতিক উপায় রয়েছে।

চলুন তাহলে জেনে নেওয়া যাক, প্রাকৃতিক উপায়ে কিভাবে হাঁটু ও কনুইয়ের কালো দাগ দূর করা সম্ভব-

টক দই, ভিনেগার ও বেসন:

টক দই ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। এছাড়া টকদই হাঁটু ও কনুইয়ের কালো দাগ দূর করে। টক দইয়ের সঙ্গে ১ চামচ ভিনেগার ও কিছুটা বেসন মিশিয়ে হাঁটু ও কনুইয়ের কালো জায়গায় লাগান। ১৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

দুধ ও বেকিং সোডা:

দুধ ও বেকিং সোডা হাঁটু ও কনুইয়ের কালো দাগ দূর করতে দারুণ উপকারী। দুধের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে পেস্ট তৈরি করুন। ওই পেস্ট কনুই বা হাঁটুতে লাগান। ৫ মিনিট পর তা ধুয়ে ফেলুন।

লেবুর রস:

লেবু প্রাকৃতিক ব্লিচিংয়ের কাজ করে। হাঁটু ও কনুইয়ের কালো দাগ দূর করতে লেবুর রস লাগিয়ে ম্যাসাজ করুন প্রতিদিন। তারপর গরম পানি দিয়ে ধুয়ে নিন।

অ্যালোভেরা:

হাঁটু ও কনুইয়ের কালো দাগ দূর করতে অ্যালোভেরা খুবই কার্যকরী। অ্যালোভেরার একটা পাতা থেকে জেল বের করে নিন। তারপর কালো দাগের স্থানে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

নারিকেল তেল:

হাঁটু ও কনুইয়ের কালো দাগ দূর করতে নারিকেল তেলের জুড়ি নেই। নারিকেল তেল নিয়ে ভালো করে কনুই ও হাঁটুতে ম্যাসাজ করুন। তারপর গরম পানি দিয়ে ধুয়ে নিন। নারিকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রসও মিশিয়ে নিতে পারেন।

হলুদ:

কালো দাগ দূর করতে হলুদের পেস্ট বানিয়ে কনুই ও হাঁটুতে লাগান। ১০ মিনিট রেখে ধুয়ে নিলেই কাজ হবে।

কফি ও অ্যালোভেরা:

১ চামচ কফি নিয়ে তার সাথে অ্যালোভেরা জেল মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। মিশ্রণটি হাঁটু ও কনুইতে ঘষুন। তারপর ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এই মিশ্রণ ব্যবহারে ভালো উপকার পাবেন।

টমেটো:

কালো দাগ তুলতে চালের গুঁড়ির সঙ্গে টমেটোর রস মিশিয়ে কনুই ও হাঁটুতে স্ক্রাব করুন। ১০ মিনিট পর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ফল পাবেন।