চাবি হারালে তালা খোলার সহজ উপায়।

চাবি হারিয়ে যাওয়া এই ঘটনা নতুন কিছু না। প্রত্যেকের সাথেই কম বেশি চাবি হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে থাকে। যদিও চটজলদি এই সমস্যার সমাধানও সম্ভব। হয় তালা ভাঙ্গতে হয় তা না হলে অন্য উপায় ভাবতে হয়। আর যদি তালা না ভেঙে খুলতে চাও তাহলে তার জন্য যেতে হবে পেশাদার কারও কাছে।

তবে কাজটি নিজেই করে ফেলতে পারবেন। শুধু মাত্র উপায় জানা থাকলে। কী ভাবে?

আসুন জেনে নিন চাবি হারালে তালা খোলার সহজ উপায় সম্পর্কে – এই কাজটি করার জন্য হাতের কাছে এক বাক্স দেশলাই থাকলেই হবে। কীভাবে দেশলাই ব্যবহার করে তালা খোলা যায় সেই পদ্ধতিটি এবার জেনে নেওয়া যাক-

  • প্রথমেই দেশলাই কাঠিগুলোর ডগা থেকে বারুদ ছাড়িয়ে নিতে হবে। তবে মনে রাখবেন, বারুদ সমেত একটি কাঠি রেখে দেবেন। সেটি পরে কাজে লাগবে।
  • সব কাঠির থেকে বারুদ ছাড়িয়ে নেওয়ার পর সব বারুদ একসঙ্গে একটি কাগজের মধ্যে রাখতে হবে।
  • কাগজ থেকে সেই বারুদ আস্তে আস্তে তালার মধ্যে ঢেলে দিতে হবে।
  • এবার চাবি ঢোকানোর ওই স্থানটির মধ্যে আস্ত দেশলাই কাঠিটি গুঁজে দিতে হবে। মনে রাখতে হবে, দেশলাই কাঠির বারুদের অংশটি থাকবে বাইরের দিকে।
  • এরপরে পুরো দেশলাই কাঠিটির বারুদে আগুন দিতে হবে। বারুদ জ্বলে যাওয়ার পরে আগুন আস্তে আস্তে কাঠির নিচের দিকে ছড়িয়ে পড়বে। এবং শেষে গিয়ে আগুনটি তালার ভিতরে সেই জায়গায় পৌঁছবে, যেখানে গুঁড়া বারুদ রয়েছে।
  • এই সময়ে তালা থেকে নিরাপদ দূরত্বে থাকাই ভাল। কারণ হালকা বিস্ফোরণ হতে পারে তালার মধ্যে।
  • এই বিস্ফোরণের পরে তালা খুলে যাবে।

তবে এভাবে ছোটখাটো তালাই খোলা সম্ভব। বড় তালা খোলার জন্য পেশাদার কারও সাহায্য নিতেই হবে।