গ্রাফিক্স (Graphics) বলতে কী বোঝায়? গ্রাফিক্সের প্রকারভেদ সমূহ।
গ্রাফিক্স (Graphics) বলতে কী বোঝায়?
সাধারণ পরিভাষায়, “গ্রাফিক” শব্দটি ডেটার যেকোন ভিজ্যুয়াল উপস্থাপনাকে বোঝায় এবং এতে অঙ্কন, ফটোগ্রাফ, লাইন আর্ট, গ্রাফ, ডায়াগ্রাম, সংখ্যা, চিহ্ন, জ্যামিতিক নকশা, মানচিত্র এবং প্রকৌশলী অঙ্কন সহ বিভিন্ন ফর্ম অন্তর্ভুক্ত থাকে।
গ্রাফিক্স শুধুমাত্র ছবি হতে পারে বা টেক্সটও থাকতে পারে এবং সেগুলি শিক্ষা, তথ্য, চিত্রিত বা বিনোদন সহ আলংকারিক বা কার্যকরী উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে।
যখন কম্পিউটারে প্রয়োগ করা হয়, তখন গ্রাফিক্স শব্দটি সাধারণত 2D ডিজিটাল চিত্রগুলিকে বোঝাতে ব্যবহৃত হয় যা একটি কম্পিউটারে প্রদর্শিত, সংরক্ষণ, তৈরি বা সম্পাদনা করা হয়।
এক কথায় গ্রাফিক্স বলতে, কোন ডাটাকে ছবির মাধ্যমে উপস্থাপন করা কে বুঝায়, তাকে আবার কম্পিউটার এইডেড ডিজাইনও (Computer Aided design) বলা হয়। যখন কতগুলাে ইমেজ কম্পিউটারের মাধ্যমে তৈরি করা হয় তখন তাকে কম্পিউটার গ্রাফিক্স বলে।
গ্রাফিক্সের প্রকারভেদ সমূহ:
কম্পিউটার গ্রাফিক্সকে দুই ভাগে ভাগ করা যায়। যথা:
১. দ্বিমাত্রিক গ্রাফিক্স (2D Graphics)
২. ত্রিমাত্রিক গ্রাফিক্স (3D Graphics)
দ্বিমাত্রিক গ্রাফিক্স (2D Graphics):
দ্বিমাত্রিক গ্রাফিক্স বা 2D কম্পিউটার গ্রাফিক্স হলো ডিজিটাল ইমেজের কম্পিউটার ভিত্তিক প্রজন্ম। দ্বিমাত্রিক গ্রাফিক্স বা 2D কম্পিউটার গ্রাফিক্স মূলত এমন অ্যাপ্লিকেশনগুলিতে ব্যবহৃত হয় যা মূলত প্রথাগত মুদ্রণ এবং অঙ্কন প্রযুক্তির উপর তৈরি করা হয়েছিল। যেমন: টাইপোগ্রাফি, কার্টোগ্রাফি, প্রযুক্তিগত অঙ্কন, বিজ্ঞাপন ইত্যাদি।
অর্থাৎ, আপনি যখন টমএন্ডজেরীর মত কার্টুন দেখেন তখন আপনি ক্যারেকটার এর প্রস্থ, উচ্চতা এবং এক পার্শ দেখতে পান। এটিই মূলত 2D Graphics।
ত্রিমাত্রিক গ্রাফিক্স (3D Graphics):
ত্রিমাত্রিক গ্রাফিক্স বা 3D কম্পিউটার গ্রাফিক্স (2D কম্পিউটার গ্রাফিক্সের বিপরীতে) হলো এমন গ্রাফিক্স যা জ্যামিতিক ডেটার একটি ত্রিমাত্রিক উপস্থাপনা ব্যবহার করে যা গণনা সম্পাদন এবং 2D চিত্রগুলি রেন্ডার করার উদ্দেশ্যে কম্পিউটারে সংরক্ষণ করা হয়।
3D গ্রাফিক্স 2D গ্রাফিক্স থেকে আলাদা করে যে বিষয়টি তা হলো এর গভীরতা (z এ্যাক্সিস)। অর্থাৎ, 3D গ্রাফিক্সয়ে আপনি বস্তুর প্রস্থ উচ্চতা ছাড়াও এর গভীরতা কতটুকু তা দেখতে পারেন।