ভিওআইপি (VOIP) কাকে বলে? ভিওআইপি (VOIP) এর সুবিধা কি?

ভিওআইপি (VOIP) কাকে বলে?


VOIP এর পূর্ণরূপ হলো- (Voice Over Internet Protocol)। এটি ইন্টারনেটের মাধ্যমে কথা বলার এক ধরণের মাধ্যম। ইন্টারনেট টেকনােলজি এবং মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশন ব্যবহার করে ভয়েস, ডেটা ও ভিডিও আদান-প্রদান করার পদ্ধতিকে VOIP টেকনােলজি বলে।

সংক্ষেপে, VOIP হচ্ছে ডেটা নেটওয়ার্ক যেমন, ইন্টারনেটের মাধ্যমে টেলিফোন কল আদান-প্রদান করার বিশেষ পদ্ধতি। VOIP ইন্টারনেটের একটি চমকপ্রদ ব্যবহার।

voip-phone

প্রচলিত টেলিফোনের মাধ্যমে আমরা যেমন কথা বলতে পারি তেমনি এই প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটার দিয়ে এক দেশ থেকে আরেক দেশে ফোনে কথা বলা যায়। এতে খরচ অনেক কম পড়ে।

VOIP টেকনােলজি বর্তমানে টেলিযোগাযােগের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। VOIP তে ডেটা নেটওয়ার্ক, ইন্টারনেট বা IP নেটওয়ার্কের মাধ্যমে Real time ভয়েস ডেটা সিগন্যাল আদান-প্রদান করা যায়।

ভিওআইপি (VOIP) এর সুবিধা কি?


ভিওআইপি (VOIP) এর সুবিধা:
১. ভিওআইপি (VOIP) ব্যবহারে তুলনা মূলকভাবে খরচ অনেক কম হয়।
২. ভিওআইপি (VOIP) ব্যবহারে দেশে-বিদেশে সব জায়গায় সমান অর্থ খরচ হয়।
৩. ভিওআইপি (VOIP) ব্যবহারে ভিডিও কলে বা কনফারেন্সে অনেক জন একসাথে কথা বলা যায়।
৪. ভিওআইপি (VOIP) ব্যবহারে ব্যালেন্স শেষ হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না।
৫. ভিওআইপি (VOIP) ব্যবহার করে ফোন নম্বর ছাড়ায় বিশ্বের যে কোন দেশে কল করে কথা বলা যায়।
৬. বর্তমানে যে কেউ ইন্টারনেট ব্যবহারকারী ভিওআইপি (VOIP) টেলিফোনের সুযােগ গ্রহণ করতে পারেন।
৭. একটি প্রি-ডেইড ফোন কার্ড কিংবা ক্রেডিট কার্ড ব্যবহার করে অনলাইনে VoIP সার্ভারে এ্যাকাউন্ট খুলে ভিওআইপি (VOIP) ব্যবহার করতে পারেন।
৮. ভিওআইপি (VOIP) টেকনােলজির মাধ্যমে ব্যবহারকারী কম্পিউটার থেকে কম্পিউটার, কম্পিউটার থেকে টেলিফোন, টেলিফোন থেকে কম্পিউটার এবং টেলিফোন থেকে টেলিফোনে যােগাযােগ করতে পারবে।
৯. আবাসিক বা অফিসে যে কোন জায়গায় ভিওআইপি (VOIP) ব্যবহার করা যায়।
১০. ভিওআইপি (VOIP) ব্যবহারে দিনে ২৪ ঘন্টা সপ্তাহে ৭ দিন সেবা পাওয়া যায়।