গ্যাস সিলিন্ডার লিক করলে তৎক্ষণাৎ যা করবেন।

বর্তমানে প্রায় প্রত্যেক বাড়িতেই গ্যাস সিলিন্ডার রয়েছে। তবে গ্যাস সিলিন্ডার খুব ভয়ের তাই ব্যবহারে সতর্কতা অবলম্বন করা অবশ্যই দরকার।

প্রায় শোনা যায় গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে বা গ্যাস লিক হয়ে নানা মারাত্মক ঘটনা ঘটেছে।

আজকালকার দিনে যদিও প্রত্যেক মানুষ সকল প্রকার বিপদ সম্পর্কে যথেষ্ট সতর্কবান তবুও মুহূর্তের ভুল থেকে বড় কিছু বিপদ যে ঘটে যেতে পারে। যদি আচমকা মনে হয় গ্যাস লিক করছে। তখন যা করণীয় চলুন জেনে নেওয়া যাক-

  • আগে গ্যাসের নবটি বন্ধ করতে হবে।
  • বাড়ির সব বৈদ্যুতিক সুইচগুলি বন্ধ করতে হবে। ভুলবশত কোনও যন্ত্রপাতি চালু করবেন না।
  • রান্নাঘর এবং ঘরের জানলা-দরজা খুলে রাখুন। যাতে গ্যাস বেরিয়ে যেতে পারে।
  • রেগুলেটর বন্ধ করার পরেও যদি গ্যাস লিক হয় তবে এটি সরিয়ে ফেলুন এবং সেফটি ক্যাপ লাগিয়ে দিন।
  • ঘরে কোনও প্রদীপ বা ধূপকাঠি জ্বালানো থাকলে তা নিভিয়ে দিতে হবে।