কোন বানানটি সঠিক? বাংলা শুদ্ধ বানান ও তার ব্যাখ্যা।

বাংলা ভাষা ছাড়া মনের ভাব প্রকাশ করা যেন সম্পূর্ণ হয় না। বাংলা আমাদের প্রাণের ভাষা, বাংলা আমাদের মাতৃভাষা। আমার মায়ের ভাষা আমার কাছে মধুর হবে এটাই স্বাভাবিক।

কিন্তু বাংলা ভাষার একটা বিশেষ দিক হলো ভাষাটিতে অনেকগুলো বর্ণ এবং তার সঙ্গে আরও অনেক সহযোগী চিহ্ণ রয়েছে যা দ্বারা প্রায় সব ধরণের উচ্চারণই করা যায়।

অনেক বর্ণ, সহযোগী চিহ্ন, ও সংযুক্ত অক্ষরের কারণে অনেক সময় সঠিক বানান নিয়ে পড়তে দ্বিধাগ্রস্ত হতে হয়। ঠিক মতো বিষয়গুলো না বুঝতে না পারলে বানান ভুল হয়। বানান ভুল কমাতে শুদ্ধ বানান সম্পর্কে আলোচনা করা হলো –

কোন বানানটি সঠিক?
A) তোমার নাম কী?
B) তোমার নাম কি?

সঠিক বানান: A

ব্যাখ্যা:
যেসব প্রশ্নের জবাব ‘হ্যাঁ’ বা ‘না’ দ্বারা দেয়া যায় না, অথবা মাথা নেড়ে বা সার্বজনীন ইশারায় দেওয়া যায় না, বরং উদ্ধৃতিমূলক কিছু জানতে চাওয়া হয়, সেক্ষেত্রে ‘কী’ ব্যবহৃত হবে। যেসব প্রশ্নের জবাব ‘হ্যাঁ’ বা ‘না’ দ্বারা দেওয়া যায়, অথবা মাথা নেড়ে বা সার্বজনীন ইশারায় দেওয়া যায় সেক্ষেত্রে ‘কি’ ব্যবহৃত হবে।

কোন বানানটি সঠিক?
A) আমি খায়
B) আমি খাই

সঠিক বানান: B

ব্যাখ্যা:
বাক্যের কর্তা হলেন উত্তম পুরুষ (1st Person) ক্রিয়াপদের শেষে ‘ই’ থাকবে।

কোন বানানটি সঠিক?
A) দারুণ
B) দারুন

সঠিক বানান: A

ব্যাখ্যা:
দ বা ধ এর সাথে আ-কার বসলে পরে ণ হয়, আ-কার না থাকলে ন হয়।

কোন বানানটি সঠিক?
A) দুর্বল
B) দূর্বল

সঠিক বানান: A

ব্যাখ্যা:
দ বা ধ এর সাথে আ-কার বসলে পরে ণ হয়, আ-কার না থাকলে ন হয়।