দৈনন্দিন কথোপকথন বিষয়ক ইংরেজি বাক্য ও তার বাংলা অর্থ।

The sooner, the Better
বাংলা অর্থ: যত শিগগির, তত ভাল
It has been so long
বাংলা অর্থ: কতদিন পর দেখা
Have your say
বাংলা অর্থ: তোমার কথা বল
I don’t recognize you
বাংলা অর্থ: আমি আপনাকে চিনতে পারছি না।
Why don’t you see me often?
বাংলা অর্থ: তুমি আমার সাথে ঘনঘন দেখা কর না কেন?
Don’t stretch matters
বাংলা অর্থ: কথা বাড়িও না
I will dine out
বাংলা অর্থ: আমি বাহিরে খাব
It’s a word of no implication
বাংলা অর্থ: এটা একটা কথার কথা
Would you remind me?
বাংলা অর্থ: তুমি আমাকে মনে করিয়ে দিবে?
Why do you look blank at me?
বাংলা অর্থ: আমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছ কেন?
I’m passing short time
বাংলা অর্থ: আমার দিনকাল ভাল যাচ্ছে না।
I am in a bit of a hurry
বাংলা অর্থ: আমার একটু তাড়া আছে।
Why would you not be the best while I am the worst?
বাংলা অর্থ: আমি অধম বলিয়া তুমি উত্তম হইবেনা কেন ?
I could not but laugh
বাংলা অর্থ: আমি না হেসে পারলাম না
I have got nothing left to say
বাংলা অর্থ: আমি কিছু বলার বাকি রাখি নাই
I have to do whatever it needs
বাংলা অর্থ: যা করার আমাকেই করতে হবে
Who doesn’t want to be great?
বাংলা অর্থ: বড় হতে কে না চায়?
How have you become so weak?
বাংলা অর্থ: তুমি কিভাবে এত দুর্বল হয়ে পড়লে?
Feeling nothing to do
বাংলা অর্থ: কিছু করতে ইচ্ছে করছেনা
I was just joking
বাংলা অর্থ: আমি তো কেবল পরিহাস করছিলাম
It is 7.O clock sharp
বাংলা অর্থ: এখন কাটায় কাটায় ৭ টা বাজে
Where have you been?
বাংলা অর্থ: কোথায় ছিলে এতক্ষণ
Give a round of applause
বাংলা অর্থ: তালি দিন
Why are you losing your temper?
বাংলা অর্থ: কেন মাথা খারাপ করছেন?
Too add insult to injury
বাংলা অর্থ: কাটা ঘায়ে নুনের ছিটা।
There are many more things to know
বাংলা অর্থ: জানার অনেক কিছু আছে
A friend in need is a friend indeed
বাংলা অর্থ: বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু।
How about having a cup of coffee?
বাংলা অর্থ: এক কাপ কফি পান করলে কেমন হয়?
A cat loves fish but is loath to wet her feet
বাংলা অর্থ: ধরি মাছ না ছুঁই পানি।
I intend to learn English
বাংলা অর্থ: আমার ইংরেজী শেখার ইচ্ছা আছে
I don’t get that one whom I want, but get that one whom I don’t
বাংলা অর্থ: যাকে চাই তাকে পাইনা, যাকে পাই তাকে চাই না।
Keep working, I’ll pay
বাংলা অর্থ: কাজ করতে থাকো, টাকা আমি দেবো
Fine words butter no parsnips
বাংলা অর্থ: মিষ্টি কথায় চিড়ে ভিজে না।
It takes two to make a quarrel
বাংলা অর্থ: এক হাতে তালি বাজে না।
A tree is known by its fruit
বাংলা অর্থ: বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়।
To break a butterfly on a wheel
বাংলা অর্থ: মশা মারতে কামান দাগা।
Come on, Let’s have some tea now
বাংলা অর্থ: চল, সবাই মিলে একটু চা খাওয়া যাক।
Who cares? Did I say anything wrong?
বাংলা অর্থ: তো কি হয়েছে? আমি কি ভুল কিছু বলেছি?
Do you think you’ll be back by 10:00
বাংলা অর্থ: তুমি মনে করছ কাল দশটার মধ্যে ফিরতে পারবে?
Do you want to me come and pick you up?
বাংলা অর্থ: তুমি কি চাও আমি এসে তোমাকে নিয়ে যাই?
Indeed he speaks very nice
বাংলা অর্থ: সত্যি সে অত্যন্ত সুন্দর কথা বলে ।
Money not need to be good man
বাংলা অর্থ: একজন ভালো মানুষ হতে টাকা লাগে না
I will get back to you soon
বাংলা অর্থ: আমি শীঘ্রই তোমার কাছে ফিরে আসবো
Let me do it myself
বাংলা অর্থ: আমাকে একাই করতে দাও
There is no point in scolding him without any reason
বাংলা অর্থ: শুধুশুধু তাকে বকাঝকা করার কোন মানে হয় না
There is no point in following the same ward repeatedly
বাংলা অর্থ: এক কথা বারবার শোনার কোন মানে হয় না
There is no point in repenting like this
বাংলা অর্থ: এভাবে আফসোস করার কোন মানে হয় না
Why do you lie to me/ why do you tell a lie to me?
বাংলা অর্থ: তুমি আমার সাথে মিথ্যা কথা বলো কেন?
He seems to be sit cross legged of mine
বাংলা অর্থ: মনে হচ্ছে সে আমার বাসায় আসন গেড়ে বসেছে।
Why are you being selfish?
বাংলা অর্থ: তুমি স্বার্থপরের মত আচরণ করছো কেন?