পেন ড্রাইভ (Pen drive) কি? পেন ড্রাইভ (Pen drive) এর সুবিধা ও অসুবিধা কি?

পেন ড্রাইভ (Pen drive) কাকে বলে?


“পেন” অর্থ কলম আর “ড্রাইভ” অর্থ বহন করা। অতএব, পেন ড্রাইভ (Pen drive) বলতে বোঝায়, যে কলমের মতো ছোট জিনিস সহজে এক স্থান থেকে অন্য স্থানে বহন করা যায় এবং তাতে বিভিন্ন ধরণের তথ্য (গান, ভিডিও, ছবি ইত্যাদি) সংরক্ষণ করা যায় তাকে পেন ড্রাইভ (Pen drive) বলে।

পেন ড্রাইভ (Pen drive) হলো এক ধরনের স্টোরেজ ডিভাইস, যেটি একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা ট্রান্সফার করার জন্য ব্যবহার করা হয়।

Pendrive

অন্যভাবে বললে বলা যায়, পেন ড্রাইভ হলো একটি পোর্টেবল ইউএসবি (USB) মেমোরি ডিভাইস। এটি দিয়ে খুব দ্রুত অডিও, ভিডিও, সফটওয়্যার এবং ফাইল এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে আদান-প্রদান করা যায়। পেন ড্রাইভ (Pen drive) সাধারণত ফ্লাশ ড্রাইভ বা ইউএসবি (USB) ড্রাইভ নামে পরিচিত।

পেন ড্রাইভ (Pen drive) এর সুবিধা ও অসুবিধা কি?


Pendrive_Pendrive

পেন ড্রাইভ (Pen drive) এর সুবিধা সমূহ:
১. পেন ড্রাইভ (Pen drive) সহজে বহনযােগ্য। যেকোনো স্থানেই পেন ড্রাইভ (Pen drive) বয়ে নেওয়া যায়।
২. ডাটা স্টোরিং ক্যাপাসিটি অন্যান্য স্টোরেজ ডিভাইস এর থেকে বেশি। এছাড়া 512MB থেকে 256GB পর্যন্ত data store ধরে রাখতে পারে।
৩. উইন্ডােজ (Windows), ম্যাক ওএস এক্স (macOS) কিংবা লিনাক্স (Linux) এর সকল প্লাটফর্মেই এটি ব্যবহার করা যায়।
৪. পেন ড্রাইভ (Pen drive) কম্পিউটারের প্রাইমারি মেমোরির মতো লাইফটাইম ডাটা ধরে রাখে।
৫. পেন ড্রাইভে ইউএসবি (USB) ইন্টারফেস থাকার ফলে প্লাগ এন্ড প্লে সুবিধা পাওয়া যায়।
৬. অন্যান্য storage device এর তুলনায় অতি দ্রুত ডাটা ডাটা ট্রান্সফার করতে পারে।
৭. ডিউরেবল স্টোরেজ হিসেবে পেন ড্রাইভ (Pen drive) প্রায় ১০ বছর পর্যন্ত ডাটা ধরে রাখতে পারে।
৮. দেখতে ছােট হলেও পেন ড্রাইভ (Pen drive) এর ধারণক্ষমতা অনেক বেশি। সর্বোচ্চ ২৫৬ গিগাবাইটের (GB) বাজারে পাওয়া যায়।
৯. পেন ড্রাইভ (Pen drive) এ আলাদা কোনাে পাওয়ার সাপ্লাইযয়ের প্রয়ােজন হয় না।
১০. ফুল স্পিডে পেন ড্রাইভ (Pen drive) ১২ মেগাবিট (Mbps) পার সেকেন্ডে ডাটা ট্রান্সফার করতে পারে।

Pen drive_Pen drive

পেন ড্রাইভ (Pen drive) এর অসুবিধা সমূহ:
১. পেন ড্রাইভ (Pen drive) সাধারণত একাধিক কম্পিউটারে ব্যবহার করা হয়। ফলে একটি কম্পিউটারে ভাইরাস থাকলে পেন ড্রাইভ (Pen drive) এর মাধ্যমে অন্য কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে।
২. পেন ড্রাইভের (Pen drive) নিরাপত্তা দুর্বল। তাই এই দুর্বলতার জন্য আপনার সমস্ত গোপনীয় তথ্য প্রকাশ করে নিরাপত্তা হুমকি সৃষ্টি করতে পারে।
৩. আকারের দিক থেকে পেন ড্রাইভ (Pen drive) অনেক ছোট। তাই সহজেই হারিয়ে বা চুরি হয়ে যেতে পারে।
৪. কিছু পেন ড্রাইভ (Pen drive) নির্মাতারা সস্তা দামে নিম্নমানের পেন ড্রাইভ (Pen drive) তৈরি করে। ফলে অল্প দিনেই নষ্ট হয়ে যায়।
৫. পেন ড্রাইভ (Pen drive) খুব সহজেই ভাইরাস, ম্যালওয়ার এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা নেটওয়ার্কে ছড়িয়ে দিতে পারে।