অন্নদাশঙ্কর রায়ের নেমন্তন্ন কবিতা।

অন্নদাশঙ্কর রায় (মার্চ ১৫, ১৯০৪ – অক্টোবর ২৮, ২০০২), একজন স্বনামধন্য বাঙালি কবি ও লেখক। ভারতের উড়িষ্যা জেলার এক কায়স্থ রায় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।

অন্নদাশঙ্কর রায় এ যুগের এক বিরল সাহিত্য প্রতিভা। তিনি ছিলেন চতুর্মাত্রিক প্রতিভার অধিকারী। তিনি একাধারে বরেণ্য কবি, স্মরণযােগ্য কথা সাহিত্যিক, সুবিখ্যাত ভ্রমণকাহিনিকার এবং বিশিষ্ট প্রাবন্ধিক। তিনি একজন বিখ্যাত ছড়াকারও।

নেমন্তন্ন

অন্নদাশঙ্কর রায়

—————————

যাচ্ছ কোথা?
চাংড়িপোতা।
কিসের জন্য?
নেমন্তন্ন।
বিয়ের বুঝি?
না, বাবুজি।
কিসের তবে?
ভজন হবে।
শুধুই ভজন?
প্রসাদ ভোজন।
কেমন প্রসাদ?
যা খেতে সাধ।
কী খেতে চাও?
ছানার পোলাও।

ইচ্ছে কী আর?
সরপুরিয়ার।
আঃ কী আয়েস।
রাবড়ি পায়েস।
এই কেবলি?
ক্ষীর কদলী।
বাঃ কী ফলার!
সবরি কলার।
এবার থামো।
ফজলি আমও।
আমিও যাই?
না, মশাই।