বাংলা সাহিত্যের অন্যতম সেরা বইয়ের তালিকা সমূহ

হাজার বছর ধরে = জহির রায়হান
গীতাঞ্জলি = রবীন্দ্রনাথ ঠাকুর
বনলতা সেন = জীবনানন্দ দাশ
চোখের বালি = রবীন্দ্রনাথ ঠাকুর
নকশীকাঁথার মাঠ = জসীমউদ্দীন
চিলেকোঠার সেপাই = আখতারুজ্জামান ইলিয়াস
পথের পাচালি = বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
নীল দর্পণ = দীনবন্ধু মিত্র
কড়ি দিয়ে কিনলাম = বিমল মিত্র
রক্তাক্ত প্রান্তর = মুনীর চৌধুরী
জননী = শওকত ওসমান
যে জলে আগুন জ্বলে = হেলাল হাফিজ
নিষিদ্ধ লোবান = সৈয়দ সামছুল হক
সূর্য দীঘল বাড়ি = আবু ইসহাক
গঙ্গা = সমরেশ বসু
জীবন আমার বোন = মাহমুদুল হক
কৃষ্ণকুমারী = মাইকেল মধ্যসুদন দত্ত
সাতকাহন = সমরেশ মজুমদার
দিবারাত্রির কাব্য = মানিক বন্দ্যোপাধ্যায়
গর্ভধারিণী = সমরেশ মজুমদার
পুতুলনাচের ইতিকথা = মানিক বন্দ্যোপাধ্যায়
জোৎস্না ও জননীর গল্প = হুমায়ুন আহমেদ
দিপু নাম্বার টু = জাফর ইকবাল
অপরাজিত = বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
শেষের কবিতা = রবীন্দ্রনাথ ঠাকুর
বরফ গলা নদী = জহির রায়হান
মা = আনিসুল হক
লাল নীল দীপাবলি = হুমায়ূন আজাদ
কাঁদো নদী কাঁদো = ওলালিউল্লাহ
সাত সাগরের মাঝি = ফররুখ আহমদ
পদ্মা নদীর মাঝি = মানিক বন্দ্যোপাধ্যায়
ছাড়পত্র = সুকান্ত ভট্টাচার্য
বিষাদসিন্ধু = মীর মোশাররফ হোসেন
লাল সালু = সৈয়দ ওয়ালিউল্লাহ
চাঁদের অমাবস্যা = সৈয়দ ওয়ালীউল্লাহ
দেশে বিদেশে = সৈয়দ মুজতবা আলী
রাখালি = জসিম উদ্দিন
মেঘনাদবধ কাব্য = মাইকেল মধুসূদন দত্ত
তিতাস একটি নদীর নাম = অদৈত মল্লবর্মন
জমিদার দর্পন = মীর মশাররফ হোসেন
ফেলুদা সমগ্র = সত্যজিত রায়
গোরা = রবীন্দ্রনাথ ঠাকুর
আরন্যক = বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
একাত্তরের দিনগুলি = জাহানারা ইমাম
সঞ্চয়িতা = রবীন্দ্রনাথ ঠাকুর
উপনিবেশ = নারায়ন গঙ্গোপাধ্যায়
নুরজাহান = ইমদাদুল হক মিলন
হাজার চুরাশির মা = মহাশ্বেতা দেবী
পল্লীসমাজ = শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
আগুন পাখি = হাসান আজিজুল হক
অগ্নিবীণা = কাজী নজরুল ইসলাম
ঝরা পালক = জীবনানন্দ দাশ
আলালের ঘরের দুলাল = প্যারিচাঁদ মিত্র