কীভাবে আপনি দীর্ঘদিন ধরে স্মার্টফোন নতুন রাখতে পারবেন?
স্মার্টফোন আমাদের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। স্মার্টফোনের আগমনে আমাদের জীবন-যাপনের ধারা এখন অনেকাংশে সহজ হয়ে গেছে।
কিন্তু ফোনটি শুধু ব্যবহার করলেই কিন্তু তা সুরক্ষিত থাকবে না। পাশাপাশি মোবাইলের যত্নও নিতে হবে ভালো মতো, যাতে করে মোবাইলটি ভালো থাকে দীর্ঘদিন পর্যন্ত।
চলুন এবার জেনে নেওয়া যাক, কীভাবে স্মার্টফোনটি দীর্ঘদিন নতুনের মতো রাখতে পারবেন-
দীর্ঘসময় চার্জ দেওয়া যাবে না:
অনেকে মোবাইল সারারাত চার্জ দিয়ে রাখে। সেক্ষেত্রে ফোন দ্রুত খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। কারণ সারারাত ফোন চার্জ দেওয়ার ফলে ফোনের ব্যাটারির উপর প্রভাব পড়ে। সে কারণে খুব তাড়াতাড়ি ফোন ব্যাটারি খারাপ হয়।
ফোনে কাভার ব্যবহার করুন:
ফোনে কাভার ব্যবহার করলে ফোন থাকবে নতুনের মতোই। দীর্ঘদিন ধরে ফোন ব্যবহার করতে চাইলে এটি বাইরে থেকেও সুরক্ষিত রাখা চাই। তাই ফোনে কভার অবশ্যই ব্যবহার করবেন।
হোম স্ক্রিনে বেশি অ্যাপ রাখা যাবে না:
মোবাইলের হোম স্ক্রিনে বেশি অ্যাপ রাখা যাবে না। হোম স্ক্রিনে অনেক বেশি অ্যাপ থাকলে মোবাইলের গতি কমে যায়। এছাড়া স্মার্টফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায়। এজন্য অপ্রয়োজনীয় অ্যাপ হোমস্ক্রিন থেকে সরিয়ে ফেলুন।
রোদে ফোন রাখা যাবে না:
ফোনের মধ্যে প্রায় সবসময়ই বিভিন্ন রকমের প্রসেসিংয়ের কাজ চলতে থাকে। সেক্ষেত্রে ফোনের মধ্যে নিজে থেকেই নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা থাকে। এর উপর যদি ফোনটিকে সরাসরি সূর্যালোকে রেখে দেওয়া হয় তাহলে ফোনের তাপমাত্রা অতিদ্রুত বাড়তে শুরু করে। এতে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে।
পরিষ্কার রাখতে হবে সবসময়:
যেহেতু ফোনের স্ক্রিনে বারবার টাচ করা হয় তাই আঙুলের ছাপ লেগে যায়। সে কারণে নির্দিষ্ট সময় অন্তর ফোনের স্ক্রিন পরিষ্কার করা দরকার। এছাড়া ফোনের স্পিকারে অনেক সময় ধুলা জমে যায়। ফোনের স্পিকার পরিষ্কার করতে সফট ব্রাস ব্যবহার করতে পারেন। তবে ফোন পরিষ্কার করতে কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না।
স্ক্রিন প্রোটেক্টর:
মোবাইল অসাবধানতাবশত হাত থেকে পড়ে যেতে পারে। এত আপনার শখের ফোনটির স্ক্রিন ভেঙে যেতেপারে। এক্ষেত্রে ফোনে স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করা জরুরি। এতে ফোনটি দীর্ঘদিন ভালো থাকবে।