দুটো গাড়ীই গন্তব্যে ছুটে চলেছে।একটি নতুন স্বপ্ন নিয়ে, অন্যটি স্বপ্ন চিরতরে বিসর্জন দিতে।

দুটো গাড়ীই গন্তব্যে ছুটে চলেছে। একটি নতুন স্বপ্ন নিয়ে বা নতুন জীবন গড়তে অন্যটি স্বপ্ন চিরতরে বিসর্জন দিতে বা জীবনের সমাপ্তি টানতে।

বিয়ে আর মৃত্যুর মধ্যে কতই না মিল। যুগ যুগ ধরে চলে আসছে:

তোমার পালকি উঠলো, আমার খাটিয়া উঠলো।

ফুল তোমার উপরও ঝরলো, ফুল আমার উপরেও ঝরলো

তফাৎ শুধু এইটুকুই ছিল।

তুমি সেজে গেলে, আমাকে সাজিয়ে নিয়ে গেলে

তুমি নিজের ঘরে চললে

আমিও নিজের ঘরেই চললাম

তফাৎ শুধু এইটুকুই ছিলো

তুমি নিজেই উঠে গেলে

আমাকে উঠিয়ে নিয়ে গেলো

আয়োজন এখানেও ছিল, লোকজন এখানেও ছিল

তফাৎ শুধু এই টুকুই ছিল

ওখানে সবাই হাঁসছিল

এখানে সবাই কাঁদছে।

ধর্মীয় রীতি এখানেও ছিল, ধর্মীয় রীতি ওখানেও ছিল

তফাৎ শুধু এই টুকুই ছিল

একজনকে করলো আপন, আর একজনকে করলো চিরবিদায়।