হরিশচন্দ্র মিত্রের বড় কে? কবিতা।
এই সমাজ ও পৃথিবীতে সেই বড় হয় যার অনেক গুন আছে। যার অনেক গুন আছে তাকেই সবাই বড় বলে। জীবনে সফল হতে হলে বিনয়ী হও এবং কখনও অহংকার করো না।
বড় কে?
হরিশচন্দ্র মিত্র
—————————
আপনাকে বড় বলে
বড় সেই নয়,
লোকে যারে বড় বলে
বড় সেই হয়।
বড় হওয়া সংসারেতে
কঠিন ব্যাপার,
সংসারে সে বড় হয়,
বড় গুণ যার।
গুণেতে হইলে বড়,
বড় বলে সবে,
বড় যদি হতে চাও
ছোট হও তবে।