সমস্ত পদ |
ব্যাস বাক্য |
সমাস |
জন্মান্ধ |
জন্ম হইতে অন্ধ |
অপাদান তৎপুরুষ |
গ্রাসাচ্ছাদন |
গ্রাস ও আচ্ছাদন |
দ্বন্দ্ব |
চোখেমুখে |
চোখে ও মুখে |
অলুক দ্বন্দ্ব |
দুধভাত |
দুধ ও ভাত |
দ্বন্দ্ব |
আদিমধ্যান্ত |
আদি ও মধ্য ও অন্ত |
দ্বন্দ্ব |
মনস্তনু |
মন ও তনু |
দ্বন্দ্ব |
অহর্নিশ |
আহঃ ও নিশা |
দ্বন্দ্ব |
মারধর |
মার ও ধর |
দ্বন্দ্ব |
শীতোষ্ণ |
শীত ও উষ্ণ |
দ্বন্দ্ব |
কানাকানি |
কানা ও কানি |
দ্বন্দ্ব |
চলাফেরা |
চলা ও ফেরা |
দ্বন্দ্ব |
হাটবাজার |
হাট ও বাজার |
দ্বন্দ্ব |
লোকজন |
লোক ও জন |
দ্বন্দ্ব |
মানইজ্জত |
মান ও ইজ্জত |
দ্বন্দ্ব |
চুনকালি |
চুন ও কালি |
দ্বন্দ্ব |
আমরা |
আমি ও তুমি |
দ্বন্দ্ব |
তোমরা |
তুমি ও সে |
দ্বন্দ্ব |
দম্পতি |
জায়া ও পতি |
দ্বন্দ্ব |
দেবাশ্রিত |
দেবকে আশ্রিত |
কর্ম তৎপুরুষ |
চিরবসন্ত |
চিরকাল ব্যাপিয়া বসন্ত |
কর্ম তৎপুরুষ |
কলাবেচা |
কলাকে বেচা |
কর্ম তৎপুরুষ |
বিজ্ঞানসম্মত |
বিজ্ঞান দ্বারা সম্মত |
করণ তৎপুরুষ |
তৃষ্ণার্ত |
তৃষ্ণা দ্বারা ঋত |
করণ তৎপুরুষ |
তৈলনিষিক্ত |
তৈল দ্বারা নিষিক্ত |
করণ তৎপুরুষ |
অস্ত্রোপচার |
অস্ত্রের দ্বারা উপাচার |
করণ তৎপুরুষ |
ছাতাপেটা |
ছাতা নিয়ে পেটা |
করণ তৎপুরুষ। |
মায়াচ্ছন্ন |
মায়া দ্বারা আচ্ছন্ন |
করণ তৎপুরুষ |
জলাতঙ্ক |
জল হইতে আতঙ্ক |
অপাদান তৎপুরুষ |
আদ্যন্ত |
আদি হইতে অন্ত |
অপাদান তৎপুরুষ |
মৃত্যুত্তীর্ণ |
মৃত্য হইতে উত্তীর্ণ |
অপাদান তৎপুরুষ |
রান্নাঘর |
রান্নার নিমিত্তে ঘর |
নিমিত্ত তৎপুরুষ |
শিক্ষায়তন |
শিক্ষার জন্য আয়তন |
নিমিত্ত কারক |
পুত্রশোক |
পুত্রের জন্য শোক |
নিমিত্ত তৎপুরুষ |
বিয়েপাগলা |
বিয়ের জন্য পাগলা |
নিমিত্ত তৎপুরুষ |
মাপকাঠি |
মাপের জন্য কাঠি |
নিমিত্ত তৎপুরুষ |
বিশ্ববিখ্যাত |
বিশ্বে বিখ্যাত |
অধিকরণ তৎপুরুষ |
দাঁতকপাটি |
দাঁতে কপাটি |
অধিকরণ তৎপুরুষ |
গলাধাক্কা |
গলাতে ধাক্কা |
অধিকরণ তৎপুরুষ |
স্বাধীন |
স্ব এর অধীন |
সম্বন্ধ তৎপুরুষ |
যুবসংঘ |
যুবকদের সংঘ |
সম্বন্ধ তৎপুরুষ |
রাজধানী |
রাজার ধানী |
সম্বন্ধ তৎপুরুষ |
শ্বশুরবাড়ি |
শ্বশুরের বাড়ি |
সম্বন্ধ তৎপুরুষ |
বনফুল |
বনের ফুল |
সম্বন্ধ তৎপুরুষ |
অর্থগৌরব |
অর্থের গৌরব |
সম্বন্ধ তৎপুরুষ |
খেচর |
খ তে চরে যে |
উপপদ তৎপুরুষ |
একান্নবর্তী |
একান্নে বর্তন করে যে |
উপপদ তৎপুরুষ |
গণিতজ্ঞ |
গণিত জানেন যিনি |
উপপদ তৎপুরুষ |
অনাহার |
নাই আহার |
নঞ তৎপুরুষ |
অজানা |
নাই জানা |
নঞ তৎপুরুষ |
নাতিশীতোষ্ণ |
অতিশীতোষ্ণ নয় |
নঞ তৎপুরুষ |
অনেক |
নয় এক |
নঞ তৎপুরুষ |
গরমিল |
নয় মিল |
নঞ তৎপুরুষ |
অম্লান |
নয় ম্লান |
নঞ তৎপুরুষ |
অনভিজ্ঞ |
নয় অভিজ্ঞ |
নঞ তৎপুরুষ |
You May Also Like