বাংলাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর।

সবচেয়ে বড় বিভাগ = চট্টগ্রাম।
সবচেয়ে ছোট বিভাগ = ময়মনসিংহ।
আয়তনে বড় জেলা = রাঙামাটি।
আয়তনে ছোট জেলা = নারায়নগঞ্জ।
জনসংখ্যায় বড় জেলা = ঢাকা।
জনসংখ্যায় ছোট জেলা = বান্দরবান।
আয়তনে বড় থানা = শ্যামনগর (সাতক্ষীরা)
আয়তনে ছোট থানা = কোতোয়ালী(ঢাকা)।
জনসংখ্যায় বড় থানা = বেগমগঞ্জ (নোয়াখালী)।
জনসংখ্যায় ছোট থানা = রাজস্থলী (রাঙ্গামাটি)।
বাংলাদেশের সর্ব দক্ষিণ = পশ্চিমের থানা-শ্যামনগর (সাতক্ষীরা)।
বাংলাদেশের সর্ব উত্তর-পূর্বের থানা = জকিগঞ্জ,সিলেট।
সবচেয়ে বড় গ্রাম = বানিয়াচং,হবিগঞ্জ।
সর্ব পূর্বের জেলা = বান্দরবান।
সর্ব পশ্চিমের জেলা = চাঁপাইনবাবগঞ্জ।
সর্ব উত্তরের জেলা = পঞ্চগড়।
সর্ব দক্ষিণের জেলা = কক্সবাজার।
সর্ব পূর্বের থানা/উপজেলা = থানচি।
সর্ব পশ্চিমের থানা = শিবগঞ্জ।
সর্ব উত্তরের থানা = তেঁতুলিয়া।
সর্ব দক্ষিণের থানা = টেকনাফ।
সর্ব পূর্বের স্থান = আখাইন ঠং।
সর্ব পশ্চিমের স্থান = মনাকশা।
সর্ব উত্তরের স্থান = বাংলাবান্ধা।
সর্ব দক্ষিণের স্থান = ছেঁড়াদ্বীপ/ সেন্টমার্টিন।
বাংলাদেশের পাদদেশীয় সমভূমি এলাকা = রংপুর ও দিনাজপুর।
সমুদ্র সমতল থেকে দিনাজপুরের উচ্চতা = ৩৭.৫০মি.
সোয়াচ অব নো গ্রাউন্ড অবস্থিত = বঙ্গোপসাগরে।
বাংলাদেশের ভূমি উত্তর পূর্ব দিক থেকে, দক্ষিণ পূর্ব দিকে ক্রমশ = ঢালু
বাংলাদেশে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় = ময়মনসিংহ জেলায়।
গম বেশি উৎপাদিত হয় = রংপুর জেলায়।
তামাক সবচেয়ে বেশি উৎপাদিত হয় = রংপুর জেলায়।
পাট সবচেয়ে বেশি উৎপাদিত হয় = ফরিদপুর জেলায়।
আলু বেশি উৎপাদন = মুন্সিগঞ্জ জেলায়।
সবচেয়ে বেশি আম উৎপাদন হয় = চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
চা সবচেয়ে বেশি উৎপাদিত হয় = মৌলভীবাজার জেলায়।
তুলা সবচেয়ে বেশি উৎপন্ন = যশোর জেলায়।
আনারস সবচেয়ে বেশি উৎপাদিত হয় = সিলেট জেলায়
লিচু সবচেয়ে বেশি উৎপাদিত হয় = দিনাজপুর জেলায়।
আখ সবচেয়ে বেশি উৎপাদিত = নাটোরে।
কলা সবচেয়ে বেশি উৎপাদিত হয় = বগুড়ায়।
লবণ সবচেয়ে বেশি উৎপাদিত হয় = কক্সবাজার।