নেফ্রন ও নিউরোন কাকে বলে? নেফ্রন ও নিউরোন এর মধ্যে পার্থক্য কি?
নেফ্রন কাকে বলে?
নেফ্রন হলো (ইংরেজি: Nephron; গ্রিক ভাষায়: νεφρός- এর অর্থ বৃক্ক) বৃক্কের গঠনগত এবং কার্যগত একক। এরা মূত্র তৈরী করে এবং প্রতিটি বৃক্কে এদের সংখ্যা প্রায় ১ মিলিয়নের মতো।
অন্যভাবে বললে বলা যায়, প্রতিটি বৃক্ক অসংখ্য সুক্ষ্ম চুলের মতো কুণ্ডলীকৃত নালিকা নিয়ে গঠিত, এই কুণ্ডলীকৃত নালিকাকে নেফ্রন বলে। নেফ্রন হলো বৃক্কের গঠনগত ও কার্যগত একক।
নিউরোন কাকে বলে?
স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যকরী একককে নিউরোন বা স্নায়ুকোষ বলে। মস্তিষ্কে কোটি কোটি স্নায়ুকোষ (নিউরোন) দিয়ে তৈরি। একটি মাত্র মানব মগজে রয়েছে ১,০০০ কোটি স্নায়ুকোষ বা নার্ভ সেল।
অন্যভাবে বললে বলা যায়, কোষদেহ ও সকল প্রকার প্রবর্ধক নিয়ে গঠিত স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক যা স্নায়ুস্পন্দন পরিবহন করে তাকে নিউরোন বলে।
নেফ্রন ও নিউরোন এর মধ্যে পার্থক্য:
নেফ্রন | নিউরোন |
১. বৃক্কের গঠনগত ও কার্যগত একককে নেফ্রন বলে। | ১. স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককে নিউরোন বলে। |
২. নেফ্রন রেনাল করপাসল ও রেনাল টিউব্যুল নিয়ে গঠিত। | ২. নিউরোন সোমা, অ্যাক্সন ও ডেনড্রাইট নিয়ে গঠিত। |
৩. নেফ্রন তিন প্রকার- সুপার কর্টিকাল, মিডকর্টিকাল ও ডাক্সটামেডুলারি। | ৩. নিউরোন পাঁচ প্রকার- অ্যাপোলোর, ইউনিপোলার, সিউডো-ইউনিপোলার, বাইপোলার ও মাল্টিপোলার। |
৪. নেফ্রন ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপত্তি হয়। | ৪. নিউরোন ভ্রূণীয় এক্টোডার্ম থেকে উৎপত্তি হয়। |
৫. নেফ্রন এর কাজ হলো রক্তশোধন করে নাইট্রোজেনঘটিত বর্জ্যসহ মূত্র তৈরি করা। | ৫. নিউরোন এর কাজ হলো স্নায়ু উদ্দীপনা গ্রহণ, প্রেরণ ও প্রতিবেদন সৃষ্টি করা। |
৬. নেফ্রন কেবল মাত্র বৃক্কে পাওয়া যায়। | ৬. নিউরোন সমগ্র দেহে পাওয়া যায়। |
৭. প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা প্রায় ১ মিলিয়ন এর মতো। | ৭. মানুষের মস্তিষ্কে প্রায় ১০০ বিলিয়ন নিউরোন থাকে। |
৮. নেফ্রন মূলত একাধিক কোষ এর সমন্বয়ে গঠিত একক। | ৮. নিউরোন মূলত একটি বিশেষ রূপান্তরিত কোষ। |
৯. একটি নেফ্রনের সাথে অন্যান্য নেফ্রনের যোগাযোগ সম্ভব নয়। | ৯. একটি নিউরোন অন্যান্য নিউরনের সাথে সিন্যাপ্স সংযোগের মাধ্যমে যোগাযোগ করতে পারে। |
১০. নেফ্রন দেহের বর্জ্য নিষ্কাশনের সাথে সম্পর্কিত। | ১০. নিউরোন দেহের বর্জ্য নিষ্কাশনের সাথে সম্পর্কিত নয়। |
১১. নেফ্রন স্নায়ুতাড়না ও উদ্দীপনার সাথে সম্পর্কিত নয়। | ১১. নিউরোন স্নায়ুতাড়না ও উদ্দীপনার সাথে সম্পর্কিত। |
১২. নেফ্রনে মায়েলিন স্তর থাকে না। | ১২. নিউরোনের অ্যাক্সনে মায়েলিন স্তর থাকে, যা তড়িৎ সংকেত প্রেরণে সাহায্য করে। |