বিশ্বের বিভিন্ন মহাদেশের গুরুত্বপূর্ণ প্রণালী সমূহ।

এশিয়া মহাদেশ:

প্রণালীর নাম বিচ্ছিন্ন করেছে যুক্ত করেছে
বেরিং প্রণালী এশিয়া মহাদেশ পূর্ব সাইবেরীয় সাগর ও বেরিং সাগর।
লেপেরুজ প্রণালী সাখালিন দ্বীপপুঞ্জ ও হোক্কাইড দ্বীপপুঞ্জ অখটক্স সাগর ও জাপান সাগর।
তাতার প্রণালী পূর্ব রাশিয়া ও সাখালিন অখটক্স সাগর ও জাপান সাগর।
কোরিয়া প্রণালী দক্ষিণ কোরিয়া ও কিয়শু পিত সাগর ও জাপান সাগর।
ফর্মোসা প্রণালী তাইওয়ান ও চিন পূর্ব চিনসাগর ও দক্ষিণ চিনসাগর।
লাজোন প্রণালী তাইওয়ান ও ফিলিফাইন দক্ষিণ চিনসাগর ও প্রশান্ত মহাসাগর।
মাকাসার প্রণালী বোর্ণীও সেলেবস দ্বীপপুঞ্চ সেবেবস সাগর ও জাভা সাগর।
শুণ্ডা প্রণালী জাভা ও সুমাত্রা জাভা সাগর ও ভারত মহাসাগর।
মালাক্কা প্রণালী মালয় পেনিনসুলা ও সুমাত্রা জাভাসাগর ও বঙ্গোপসাগর।
জাহোর প্রণালী সিঙ্গাপুর ও মালয়েশিয়া
হর্মুজ প্রণালী সংযুক্ত আরব আমিরশাহি ও ইরান পারস্য উপসাগর ও ওমান উপসাগর।
বসফোরাস প্রণালী এশিয়া ও ইউরোপ কৃষ্ণসাগরও মার্মারা সাগর।
দার্দানেলিস প্রণালী এশিয়া ও ইউরোপ মার্মারা সাগর ও ভুমধ্যসাগর।
পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কা বঙ্গোপসাগর ও আরব সাগর।

আফ্রিকা মহাদেশ:

জিব্রাল্টার প্রণালী ইউরোপ ও আফ্রিকা ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর।
বব-এল মানডেব প্রণালী সোমালিয়া ও ইয়েমেন লোহিত সাগর ও এডেন মহাসাগর।
পেম্বা প্রণালী আফ্রিকার মূল ভুখণ্ড ও পেম্বা দ্বীপপুঞ্চ ভারত মহাসাগরে অবস্থিত।
মোজাম্বিক প্রণালী মাদাগাস্কার ও মোজাম্বিক ভারত মহাসাগরে অবস্থিত।
টিরান প্রণালী আরব ও সিনাই লোহিত সাগর ও আকারা উপসাগর।
জাঞ্চিবার প্রণালী জাঞ্চিবার ও তানজানিয়া ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত।

ইউরোপ মহাসাগর:

জিব্রাল্টার প্রণালী ইউরোপ ও আফ্রিকা ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর।
বোনিফেসিও প্রণালী সার্ডিনিয়া দ্বীপ (ইটালি) ও কর্সিকা (ফ্রান্স) টিরেনিয়ান সাগর ও ভূমধ্য সাগর।
মেশিনা প্রণালী সিসিলি ও ইটালির মূল খণ্ড টিরেনিয়ান সাগর ও ভূমধ্য সাগর।
অট্র্যান্ট প্রণালী ইটালি ও বলকান উপদ্বীপ অ্যাড্রিয়াটিক সাগর ও আইয়োনিয়ান সাগর।
বসফরাস প্রণালী ইস্তাবুল ও তুরস্ক কৃষ্ণসাগর ও মার্মারা সাগর।
কার্চ প্রণালী ইউক্রেন ও রাশিয়া আজোভ সাগর ও কৃষ্ণসাগর।
ডোভার প্রণালী ফ্রান্স ও ইংল্যান্ড ইংলিশ চ্যালেন ও উত্তর সাগর।
দার্দেনলিস প্রণালী বলকানা উপদ্বীপ ও থ্যানাটোলিয়া উপদ্বীপ মার্মারা সাগর ও ইজিয়ান সাগর।
রেফারেন্স: