নেফ্রন ও নিউরোন কাকে বলে? নেফ্রন ও নিউরোন এর মধ্যে পার্থক্য কি?

নেফ্রন কাকে বলে?


নেফ্রন হলো (ইংরেজি: Nephron; গ্রিক ভাষায়: νεφρός- এর অর্থ বৃক্ক) বৃক্কের গঠনগত এবং কার্যগত একক। এরা মূত্র তৈরী করে এবং প্রতিটি বৃক্কে এদের সংখ্যা প্রায় ১ মিলিয়নের মতো।

Nephron

অন্যভাবে বললে বলা যায়, প্রতিটি বৃক্ক অসংখ্য সুক্ষ্ম চুলের মতো কুণ্ডলীকৃত নালিকা নিয়ে গঠিত, এই কুণ্ডলীকৃত নালিকাকে নেফ্রন বলে। নেফ্রন হলো বৃক্কের গঠনগত ও কার্যগত একক।

নিউরোন কাকে বলে?


স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যকরী একককে নিউরোন বা স্নায়ুকোষ বলে। মস্তিষ্কে কোটি কোটি স্নায়ুকোষ (নিউরোন) দিয়ে তৈরি। একটি মাত্র মানব মগজে রয়েছে ১,০০০ কোটি স্নায়ুকোষ বা নার্ভ সেল।

Newron

অন্যভাবে বললে বলা যায়, কোষদেহ ও সকল প্রকার প্রবর্ধক নিয়ে গঠিত স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক যা স্নায়ুস্পন্দন পরিবহন করে তাকে নিউরোন বলে।

নেফ্রন ও নিউরোন এর মধ্যে পার্থক্য:


নেফ্রন নিউরোন
১. বৃক্কের গঠনগত ও কার্যগত একককে নেফ্রন বলে। ১. স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককে নিউরোন বলে।
২. নেফ্রন রেনাল করপাসল ও রেনাল টিউব্যুল নিয়ে গঠিত। ২. নিউরোন সোমা, অ্যাক্সন ও ডেনড্রাইট নিয়ে গঠিত।
৩. নেফ্রন তিন প্রকার- সুপার কর্টিকাল, মিডকর্টিকাল ও ডাক্সটামেডুলারি। ৩. নিউরোন পাঁচ প্রকার- অ্যাপোলোর, ইউনিপোলার, সিউডো-ইউনিপোলার, বাইপোলার ও মাল্টিপোলার।
৪. নেফ্রন ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপত্তি হয়। ৪. নিউরোন ভ্রূণীয় এক্টোডার্ম থেকে উৎপত্তি হয়।
৫. নেফ্রন এর কাজ হলো রক্তশোধন করে নাইট্রোজেনঘটিত বর্জ্যসহ মূত্র তৈরি করা। ৫. নিউরোন এর কাজ হলো স্নায়ু উদ্দীপনা গ্রহণ, প্রেরণ ও প্রতিবেদন সৃষ্টি করা।
৬. নেফ্রন কেবল মাত্র বৃক্কে পাওয়া যায়। ৬. নিউরোন সমগ্র দেহে পাওয়া যায়।
৭. প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা প্রায় ১ মিলিয়ন এর মতো। ৭. মানুষের মস্তিষ্কে প্রায় ১০০ বিলিয়ন নিউরোন থাকে।
৮. নেফ্রন মূলত একাধিক কোষ এর সমন্বয়ে গঠিত একক। ৮. নিউরোন মূলত একটি বিশেষ রূপান্তরিত কোষ।
৯. একটি নেফ্রনের সাথে অন্যান্য নেফ্রনের যোগাযোগ সম্ভব নয়। ৯. একটি নিউরোন অন্যান্য নিউরনের সাথে সিন্যাপ্স সংযোগের মাধ্যমে যোগাযোগ করতে পারে।
১০. নেফ্রন দেহের বর্জ্য নিষ্কাশনের সাথে সম্পর্কিত। ১০. নিউরোন দেহের বর্জ্য নিষ্কাশনের সাথে সম্পর্কিত নয়।
১১. নেফ্রন স্নায়ুতাড়না ও উদ্দীপনার সাথে সম্পর্কিত নয়। ১১. নিউরোন স্নায়ুতাড়না ও উদ্দীপনার সাথে সম্পর্কিত।
১২. নেফ্রনে মায়েলিন স্তর থাকে না। ১২. নিউরোনের অ্যাক্সনে মায়েলিন স্তর থাকে, যা তড়িৎ সংকেত প্রেরণে সাহায্য করে।