অধিবর্ষ বা লিপ ইয়ার কাকে বলে? কিভাবে গণনা করতে হয়।এই সম্পর্কে মজার তথ্য।

বিষয়টা সহজ হলেও অনেক সময় আমরা ভুল করে বসি। ফেব্রুয়ারি মাসে ২৮ দিন। কিন্তু ৪ বছর অন্তর ফেব্রুয়ারি মাসে ১টি দিন বেড়ে যায় এবং ২৯ দিন হয়। আর একেই আমরা ‘লিপ ইয়ার’ বা অধিবর্ষ বলি। এই দিনটি যেহেতু ৪ বছরে একবার আসে তাই এই দিনটি নিয়ে মানুষের মধ্যে কৌতুহলেরও অন্ত নেই।

যে বছরে মোট দিনের সংখ্যা অন্যান্য বছরের চেয়ে একদিন বেশি হয় তাকে লিপ ইয়ার বলে। কোনও সাধারণ বছরে, আপনি যদি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কোনও ক্যালেন্ডারে সমস্ত দিন গণনা করেন, আপনি ৩৬৫ দিন গণনা করতেন। তবে প্রায় প্রতি চার বছরে ফেব্রুয়ারিতে ২৮ দিনের পরিবর্তে ২৯ দিন থাকে। সুতরাং, বছরে ৩৬৬ দিন রয়েছে। একে লিপ ইয়ার বলা হয়।

একটি লিপ বছরে ফেব্রুয়ারিতে কত দিন থাকে?

প্রতি চার বছরে একবার ঘটে, যার ৩৬৬ দিন রয়েছে। ২৯ শে ফেব্রুয়ারি সহ একটি গুরুত্বপূর্ণ দিনকে একটি লিপ বছর বলা হয়।

2021 ফেব্রুয়ারী কি একটি লিপ বছর?

এক বছর, প্রতি চার বছরে একবার ঘটে, যার ৩৬৬ দিন রয়েছে সহ অবিচ্ছেদ্য দিন হিসাবে ২৯ ফেব্রুয়ারি একটি লিপ বছর বলা হয়।

2021 একটি লিপ বছর নয় এবং এটি একটি সাধারণ বছরের মতো ৩৬৫ দিন রয়েছে। পৃথিবীটি সূর্যের চারদিকে প্রদক্ষিণ করতে প্রায় ৩৬৫.২৫ দিন সময় নেয়। উদাহরণস্বরূপ, মঙ্গলে নিয়মিত বছরগুলির চেয়ে বেশি লিপ বছর রয়েছে।

অধিবর্ষ বা লিপ ইয়ার হচ্ছে একটি বিশেষ বছর, যাতে সাধারণ বছরের তুলনায় একটি দিন বেশি থাকে। জোতির্বৈজ্ঞানিক বছর বা পৃথিবী যে সময়ে সূর্যের চারপাশে একবার ঘুরে আসে তার উপরই ঋতুর পরিবর্তন ও অন্যান্য মহাজাগতিক ঘটনাবলীর পুনরাবৃত্তি নির্ভর করে। এর সময়কাল হচ্ছে প্রায় ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড, অথচ প্রচলিত গ্রেগরীয় বর্ষপঞ্জিমতে বছর হিসাব করা হয় ৩৬৫ দিনে।

এভাবে প্রতিবছর প্রায় ছয় ঘণ্টা সময় গোনার বাইরে থেকে যায় ও চার বছরে সেটা প্রায় এক দিনের সমান হয়। এই ঘাটতি পুষিয়ে নেয়ার জন্য প্রতি চার বছর পরপর ৩৬৬ দিনে বছর হিসাব করা হয়। গ্রেগরীয় বর্ষপঞ্জিমতে, প্রতি চার বছরে একবার ফেব্রুয়ারি মাসে ও বাংলা সনমতে ফাল্গুন মাসে এই অতিরিক্ত ১ দিন যোগ হয়। তাই অধিবর্ষে ফেব্রুয়ারি ও ফাল্গুন মাস হয় যথাক্রমে ২৯ ও ৩০ দিনে। যেমন: ২০১২ একটি অধিবর্ষ ও এর ফেব্রুয়ারি মাস হয়েছে ২৯ দিনে।

leapyear

কোনও বছর একটি লিপ বছর কিনা তা নির্ধারণ করতে, এই পদক্ষেপগুলি অনুসরণ করুন:

যদি বছরটি 4 দ্বারা সমানভাবে বিভাজ্য হয় তবে দ্বিতীয় পদক্ষেপে যান …
যদি বছরটি 100 দ্বারা সমানভাবে বিভাজ্য হয় তবে 3 য় ধাপে যান …
যদি বছরটি 400 দ্বারা সমানভাবে বিভাজ্য হয় তবে 4 ধাপে যান …
বছরটি একটি লিপ বছর (এটি 366 দিন রয়েছে)।
বছরটি কোনও লিপ বছর নয় (এটির 365 দিন রয়েছে)।

তবে চলুন দেখে নেওয়া যাক লিপ ইয়ার বা অধিবর্ষ নিয়ে কিছু অজানা ও মজার তথ্য:

লিপ ইয়ার প্রোপোজাল’ একটি জনপ্রিয় বিধি বা রীতি। এই রীতি মতে ২৯ ফেব্রুয়ারি মহিলারা বিয়ের জন্য তার সঙ্গীকে প্রোপোজ করে বা বিয়ের প্রস্তাব দেয়।

অনেক দেশে অধিবর্ষে বিবাহ হয় না কারণ এই বছরটিকে অশুভ বলে মনে করেন করা হয়। যেমন গ্রীসে অধিবর্ষকে বিয়ের জন্য অশুভ মানা হয়।

যাঁরা ২৯ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তাদের ‘লিপিংস’ বা ‘লিপার্স’ বলা হয়ে থাকে। বিখ্যাত মানুষদের মধ্যে কবি জন বায়রোম, গায়িকা ডিনা সোর এই দিনটিতে জন্মেছেন। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের জন্মদিনও ২৯ ফেব্রুয়ারি।

২৯ ফেব্রুয়ারি লিপ ডে পালন করার জন্য কোনও বিশেষ খাবার নির্ধারন করা হয়নি কখনও। কিন্তু এই দিনটি পালন করতে অনেকেই ব্যাঙের ঠ্যাং খান।

জ্যোতিষিদের মতে যারা ২৯ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তারা অসামান্য প্রতিভার অধিকারি হন।

জুলিয়াস সিজার অধিবর্ষের প্রস্তাব আনার আগে ক্যালেন্ডারে এক বছরে ৩৫৫ দিন পরিলক্ষিত হতো।

রোমান সম্রাট সিজার আগাস্টাসের অহংয়ের কারণে ফেব্রুয়ারি মাসে সবচেয়ে কম দিন থাকে। যখন জুলিয়াস সিজার ক্ষমতায় ছিলেন তখন ক্যালেন্ডার অনুযায়ী, ফেব্রুয়ারিতে ৩০ দিন ছিল। কিন্তু আগাস্টাস অখুশী ছিলেন কারন তার নামের মাসে মাত্র ২৯ দিন ছিল। কিন্তু জুলিয়াস সিজারের নামের মাস জুলাইয়ে ৩১ দিন ছিল। তাই আগাস্টাস ফেব্রুয়ারি থেকে দুই দিন কমিয়ে আগস্ট মাসে ভরপাই করেছিলেন।

তাসমানিয়ার প্রাক্তন এক গভর্নর জেমন মিনে উইলসন নিজের জন্ম ও মৃত্যুর তারিখের নিরিখে ইতিহাসে জায়গা করে নিয়েছেন। তিনি ১৮১২ সালের ২৯ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন এবং ১৮৮০ সালের ২৯ ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়েছিল।

তাইওয়ানের মতে শহরে অধিবর্ষকে বয়স্ক ব্যক্তিদের জন্য অশুভ মনে করা হয়। সেই কারণেই মূলত বিবাহিত মেয়েরা গোটা ফেব্রুয়ারি মাসটা বয়স্ক মা-বাবার সঙ্গে থেকে তাদের দেখভাল করে।

১৪০০ জনের মধ্যে ১ জন অধিবর্ষে জন্মগ্রহণ করে। চার বছর অন্তর তারা জন্মদিন পালন করার সুযোগ পান।