ভালোবাসা সম্পর্কিত বিভিন্ন বিখ্যাত উক্তি।

ভালোবাসা একটি মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক একটি অভিজ্ঞতা। বিশেষ কোন মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। তবুও ভালোবাসাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। আবেগধর্মী ভালোবাসা সাধারণত গভীর হয়।

বিশেষ কারো সাথে নিজের সকল মানবীয় অনুভূতি ভাগ করে নেওয়া। অতি আনন্দদায়ক অনুভূতিই হলো ভালোবাসা

ভালোবাসা বিভিন্ন রকম হতে পারে, যেমন: নিষ্কাম ভালোবাসা, ধর্মীয় ভালোবাসা, আত্মীয়দের প্রতি ভালোবাসা, বাড়িতে কোনো পোষ্য প্রাণীর বা বস্তুর প্রতি অতিরিক্ত স্নেহ, কোনো কাজ কিংবা খাদ্যের প্রতি ভালোবাসা।

নিচে ভালোবাসা ভালোবাসা সম্পর্কিত কিছু বিখ্যাত উক্তি তুলে ধরা হলো-

“ যাকে ভালোবাসো তাকে চোখের আড়াল করোনা। ”

  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
“ সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজন কে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে ”

  • হুমায়ূন আহমেদ
” তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় ,
সে কি মোর অপরাধ ?
চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিনী,
বলে না তো কিছু চাঁদ । ”

  • কাজী নজরুল ইসলাম
“ ক্ষমাই যদি করতে না পারো, তবে তাকে ভালোবাসো কেন? ”

  • বরবীন্দ্রনাথ ঠাকুর
” তবু তোমাকে ভালোবেসে
মুহূর্তের মধ্যে ফিরে এসে
বুঝেছি অকূলে জেগে রয়
ঘড়ির সময়ে আর মহাকালে
যেখানেই রাখি এ হৃদয় ”

  • জীবনানন্দ দাশ
“ অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই ভালোবাসি বলতে পারে। কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না। ”

  • হুমায়ূন আহমেদ
“তুমি তোমার , আমিতো আর আমার নই ।”

  • শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
“ ভালবাসা যা দেয়, তার চেয়ে বেশি কেড়ে নেয় ! ”

  • টেনিসন
“বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে।”

  • সুনীল গঙ্গোপাধ্যায়
“ মিলন হইতে দেরী বরঞ্চ বিরহ ভাল, দেখিব বলিয়া আশা থাকে চিরকাল ”

  • গোবিন্দচন্দ্র দাস
” বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয় , তখন আর গড়ে নেবার ফাঁক থাকে না ।”

  • রবীন্দ্রনাথ ঠাকুর
“ তোমার হৃদয়ের যতটা আমাকে দিতে পার তার বেশি তো আমি চাইতে পারি না ”

  • ফিওদর দস্তয়োভস্কি
” ভালোবাসা কথাটা বিবাহ কথার চেয়ে আরো বেশি জ্যান্ত। “

  • রবীন্দ্রনাথ ঠাকুর
“ আমার ধর্ম কোন ভোগোলিক সীমার মধ্যে আবদ্ধ নেই। আমার ধর্মের ভিত্তি হল ভালবাসা এবং অহিংসা। ”

  • মহাত্মা গান্ধী
“পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট হলো এক তরফা ভালবাসা। আর তারচেয়ে বড় কষ্ট হলো আপনি তাকে ভালোবাসতেন সে জানত, এখনও ভালোবাসেন কিন্তু সে জানে না ”

  • রেদোয়ান মাসুদ
“ কাউকে প্রচন্ডভাবে ভালবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়। ”

  • হুমায়ূন আহমেদ
” প্রেমের অকাল মূত্যু নেই বলে শোকের মধ্যে প্রেম চিরন্তন হয়ে যায়। “

  • মানিক বন্দ্যোপাধ্যায়
চট করে কারো প্রেমে পড়ে যাওয়া কাজের কথা না। অতি রূপবতীদের কারও প্রেমে পড়তে নেই। অন্যেরা তাদের প্রেমে পড়বে, তা-ই নিয়ম।

  • হুমায়ূন আহমেদ
“তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন,
সে জানে তোমারে ভোলা কঠিন। “

  • কাজী নজরুল ইসলাম
“ বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালবাসাও অসহায় হয়ে পড়ে। ”

  • হুমায়ূন আহমেদ
” আরম্ভ হয় না কিছু — সমস্তের তবু শেষ হয় —
কীট যে ব্যর্থতা জানে পৃথিবীর ধুলো মাটি ঘাসে
তারও বড় ব্যর্থতার সাথে রোজ হয় পরিচয় !
যা হয়েছে শেষ হয় ; শেষ হয় কোনোদিন যা হবার নয় ! ”

  • জীবনানন্দ দাশ
“ ভালবাসাবাসির জন্যে অনন্তকালের প্রয়োজন নেই, একটি মুহূর্তই যথেষ্ট ”

  • হুমায়ূন আহমেদ
“তোমাকে ছাড়া থাকার কোন সাধ্য আমার নেই কারণ তোমাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি । তোমাকে ধরে রাখার কোন উপায় আমার কাছে জানা নেই কারণ বাস্তবতার কাছে আমি বড় অসহায় ”

  • রেদোয়ান মাসুদ
“ আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে ”

  • রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
“যে ভালোবাসা যত গোপন, সেই ভালোবাসা তত গভীর।”

  • হুমায়ূন আহমেদ
আমাদের মধ্যে সবাই সব বড় কাজ গুলো করতে পারবে তানা, কিন্তু আমরা অনেক ছোট কাজ গুলো করতে পারি আমাদের অনেক বেশী ভালবাসা দিয়ে।

  • মাদার তেরেসা
“যে ভালোবাসতে জানে , ভালোবাসি বলতে জানে না, তার মতো অভাগা এ পৃথিবীতে নেই “

  • হৃষিকেশ অনন্ত
ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালবেসে ফেলে তারা তা নিজেও জানেনা। মেয়েরা সত্যিকার ভালবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানেনা।

  • সমরেশ মজুমদার
” হৃদয় চিরিয়া যবে বাহির করিব
তবে তো শ্যাম মধুপুর যাবে । ”

  • চন্ডীদাস
ভালোবাসা হচ্ছে একটা আদর্শ ব্যাপার আর বিয়ে হচ্ছে বাস্তব। আদর্শ ও বাস্তবতার দ্বন্দ্ব তাই কখনো নিষ্পত্তি হবে না।

  • গেটো
” আরেকবার দেখা হবে আমার সাথে
মনের গভীরে লুকোনো এই ইচ্ছেটুকু নিয়েও
যদি শুধুমাত্র কথাদের ভিড়ে হারিয়ে যেতে থাকো ,
দূরে যেতে থাকো , তাহলে বুঝবে আমাকে গভীরভাবেই
ভালোবেসেছো ।”

  • কিশোর মজুমদার
”ভালোবাসায় পতনের জন্য কোনোভাবেই আমরা মহাকর্ষ-অভিকর্ষকে দায়ী করতে পারি না”

  • অ্যালবার্ট আইনস্টাইন
তোমাকে আমার মতো করে ভালো না বেসে , তোমাকে তোমার মতো করে ভালোবাসি তাই তোমার উপর কখনোই রাগ করি না তবে একটু আধটু অভিমান হয় মাঝে মাঝে।”

  • নিশীথকুমার সেন ।
একমাত্র ভালবাসা সারাতে পারে সব রোগ

  • গতিয়ে
” মানুষের জীবন হলো একটি ফুল, আর ভালবাসা হলো মধুস্বরুপ ”

  • ভিক্টর হোগো
” ভালবাসা দিয়ে মরুভুমিতে ফুল ফোটানো যায় ”

  • ডেভিসবস
” যে ভালবাসে কিন্তু প্রকাশ করে কম সে ভালবাসার ক্ষেত্রে প্রকৃত ”

  • জর্জ ডেবিটসন
” ভালবাসা দিয়েই কেবল ভালবাসার ঋণ পরিশোধ করা যায় ”

  • আলেকজেন্ডার ব্রাকেন
” জীবনকে ঘৃণা কোরোনা ভালোবাসতে শেখো। ভালোবাসা দিয়ে এবং ভালোবাসা পেয়ে তোমার জীবনকে স্বর্গীয় সুষমায় উদভাসিত করে তালো। ”

  • মিলটন