ডিসপ্লের রেজুলেশন ও পিক্সেল কি?
বর্তমান সময়ে প্রায় সকলের হাতে শোভা পাচ্ছে বিভিন্ন মানের ও ব্রান্ডের স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ এবং ডেক্সটপ। এসকল প্রযুক্তি পণ্যের সাথে আছে একটি করে ডিসপ্লে। এ ডিসপ্লে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়ে থাকে। ডিসপ্লের সাথে রয়েছে গুরুত্বপূর্ণ রেজুলেশন ও পিক্সেল। এ সম্পর্কে আমরা নিচে জানবো।
ডিসপ্লের রেজুলেশন কি?
গ্রাফিক্যাল প্রস্থ ও গ্রাফিক্যাল উচ্চতাকে ডিসপ্লের রেজুলেশন বলে। অর্থাৎ কোন ডিসপ্লে এর প্রস্থের পিক্সেল সংখ্যা ও উচ্চতার পিক্সেল সংখ্যা দ্বারা এর রেজুলেশন বা গ্র্যাফিক্যাল আয়তন প্রকাশ করা হয়। রেজুলেশন এর গ্রাফিক্যাল প্রস্থ ও উচ্চতাকে গুনন আকারে প্রকাশ করা হয়।
ডিসপ্লের পিক্সেল কি?
ডিসপ্লের পিক্সেল হচ্ছে কোন গ্রাফিক ছবির ক্ষুদ্রতম অংশ বা বিন্দু। এটি ছবির ক্ষুদ্রতম একক যার অভ্যন্তরে আর কোন ভগ্নাংশ নেই; অর্থাৎ পিক্সেল ছবির অতি ক্ষুদ্র অংশের প্রতিনিধিত্ব করে। প্রত্যেক পিক্সেলের নিজস্ব অবস্থান বা খুঁজে পাওয়ার ঠিকানা রয়েছে। কারণ পিক্সেলের অবস্থান নির্দিষ্ট স্থানাংকের সাথে সম্পর্কযুক্ত। পিক্সেল সাধারণত দ্বি-মাত্রিক তলে সাজানো থাকে এবং ডট বা চারকোণা আকৃতির হয।
বর্তমানে LED কম্পিউটার মনিটরের স্ট্যন্ডার্ড রেজুলেশন (1366 x 768)। অর্থাৎ এ মনিটরে পিক্সেল থাকে ১৩৬৬x ৭৬৮ = ১০৪৯০৮৮ টি। এজন্য আপনার ডিসপ্লের গ্রাফিক্যাল রেজুলেশন ফিজিক্যাল আয়তনের তুলনায় যত বেশি হবে, আপনি তত বেশি নিখুত ছবি দেখতে পারবেন।
বেশী রেজুলেশন এর অপকারিতাঃ
বেশী রেজুলেশন ডিসপ্লে ব্যবহারে আপনার ইন্টারনেট ব্রাউজিং এর বেশি ডাটা খরচ হবে। কারন সাধারণত CRT মনিটরে (১০২৪ X ৭৬৮) = ৭৮৬৪৩২ টি পিক্সেল থাকে। LED মনিটরে (১৩৬৬ x ৭৬৮) = ১০৪৯০৮৮ টি পিক্সেল থাকে। যেহেতু পূর্বেই বলেছি পিক্সেল হচ্ছে কোন গ্রাফিক ছবির ক্ষুদ্রতম অংশ বা বিন্দু। তাই বেশী পরিমাণ বিন্দু ডাউনলোড হবার কারণে বেশী পরিমাণ ডাটা খরচ হবে। এমনটি স্মার্টফোন বা ট্যাবলেটের ক্ষেত্রেও ঘটবে।