অ্যাডার (Adder) কাকে বলে? অ্যাডার (Adder) কত প্রকার ও কি কি?

অ্যাডার (Adder) কাকে বলে?


যোগের বর্তনী বা অ্যাডার (ইংরেজি: Adder) হচ্ছে এমন একটি লজিক্যাল সার্কিট যা যোগের কাজ করে থাকে। অনেক কম্পিউটার এবং অন্যান্য ধরণের প্রসেসরের অ্যাডারসমূহ গাণিতিক যুক্তি একক বা অ্যারিথমেটিক লজিক ইউনিট (ALU) এ ব্যবহৃত হয়ে থাকে।

adder

অন্যভাবে বললে বলা যায়, অ্যাডার (Adder) হচ্ছে এমন একটি সমবায় সার্কিট (Combination Circuit) যার সাহায্যে বাইনারি সংখ্যা যোগ করা যায়। যেহেতু, কম্পিউটারের যাবতীয় গাণিতিক কাজ বাইনারি যোগের মাধ্যমে সম্পন্ন করা হয় তাই অ্যাডার (Adder) একটি গুরুত্বপূর্ণ সার্কিট বলায় যায়।

অ্যাডার (Adder) কত প্রকার ও কি কি?


অ্যাডার (Adder) প্রধানত দুই প্রকার। যথা:

১. অর্ধযোগের বর্তনী বা হাফ-অ্যাডার
২. পূর্ণ যোগের বর্তনী বা ফুল-অ্যাডার

অর্ধযোগের বর্তনী বা হাফ-অ্যাডার:



Half Adder

যে অ্যাডার (Adder) দুইটি বাইনারি বিট যোগ করে Sum ও Carry আউটপুট দেয় তাকে হাফ অ্যাডার (Half Adder) বা অর্ধ যোগের বর্তনী বলে।

অন্যভাবে বললে বলা যায়, দুই বিট যোগ করার জন্য যে সমন্বিত বর্তনী ব্যবহৃত হয় তাকে হাফ-অ্যাডার (Half Adder) বা অর্ধ যোগের বর্তনী বলে।

পূর্ণ যোগের বর্তনী বা ফুল-অ্যাডার:



Full_Adder

যে অ্যাডার (Adder) ক্যারিসহ তিনটি বাইনারি বিটকে যোগ করে Sum ও Carry আউটপুট দেয় তাকে ফুল অ্যাডার (Full Adder) বা পূর্ণ যোগের বর্তনী বলে।

অন্যভাবে বললে বলা যায়, দুই বিট যোগ করার পাশাপাশি যে সমন্বিত বর্তনী ক্যারি বিট যোগ করে তাকে ফুল-অ্যাডার (Full Adder) বা পূর্ণ যোগের বর্তনী বলে।