PAN কাকে বলে? PAN এর বৈশিষ্ট্য কি কি?

PAN কাকে বলে?


PAN এর পূর্ণরূপ হচ্ছে Personal Area Network। পারসোনাল এরিয়া নেটওয়ার্ক (Personal Area Network) হচ্ছে ক্ষুদ্র পরিসরে সীমাবদ্ধ একধরনের নেটওয়ার্ক। কম্পিউটারের সাথে মোবাইল ফোন, টেলিফোন বা অন্যান্য ডিজিটাল ডিভাইসের মধ্যকার নেটওয়ার্ক একধরনের পারসোনাল এরিয়া নেটওয়ার্ক।

PAN

শুধু কম্পিউটার নয়, দুইটি মোবাইল ফোনের মাঝে ব্লুটুথ দিয়ে ডাটা ট্রান্সফারের সময় যে নেটওয়ার্ক গঠিত হয় তাও পারসোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN)।

অন্যভাবে বললে বলা যায়, কোন ব্যক্তির নিকটবর্তী ব্যক্তিগত ডিভাইসগুলাের মধ্যে সংযােগ তৈরি করে তথ্য আদান প্রদানের নেটওয়ার্ক সিস্টেমকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান (PAN) বলে।

PAN এর বৈশিষ্ট্য কি কি?


PAN এর বৈশিষ্ট্য সমূহ:
১. পার্সোনাল কম্পিউটার ডিভাইসসমূহের মধ্যে যোগাযোগের জন্য PAN ব্যবহৃত হয়।
২. বাড়িতে বা অফিসে ব্যাক্তিগত ছোট প্রয়োজনে PAN নেটওয়ার্কের জুড়ি নেই।
৩. সব দিক বিবেচনা করে খরচ তুলনামূলক কম।
৪. PAN দ্রুত ডেটা আদান-প্রদান করতে পারে। তাই নয়েজ এর প্রভাব পড়ে না।
৫. কম্পিউটার বাসসমূহ যেমন– USB বা ফায়ারওয়্যার এর মাধ্যমে তার দ্বারা যুক্ত থাকতে পারে।
৬. এই ধরনের নেটওয়ার্ক যে কোন জায়গায় তৈরি করা যায়।
৭. ওয়্যারলেস নেটওয়ার্ক প্রযুক্তি দ্বারা একটি ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা WPAN তৈরি করা সম্ভব।
৮. অতি অল্প দূরত্বে এই নেটওয়ার্ক তৈরি করা যায়।
৯. তারযুক্ত এবং তারবিহীন দুইভাবেই PAN নেটওয়ার্ক তৈরী করা যায়।
১০. PAN নেটওয়ার্কে ডেটা আদানপ্রদানের গতি সাধারণত 0Mbps থেকে 10Mbps এর মধ্যে হয়ে থাকে।
১১. PAN এর ব্যাপ্তি সাধারণত ১০ মিটারের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
১২. PAN এ ব্যবহৃত ডিভাইসগুলাের মধ্যে উল্লেখযােগ্য ডিভাইস হচ্ছে- ল্যাপটপ, পিডিএ (পার্সোনাল ডিজিটাল অ্যাসিসটেন্ট), মােবাইল, প্রিন্টার ইত্যাদি।