গুরুত্বপূর্ণ কোষের অপর বা বিশেষ নাম।

কোষের নাম অপর বা বিশেষ নাম
কোষঝিল্লি প্লাজমামেমব্রেন, প্লাজমালেমা, সাইটোমেমব্রেন, বায়োমেমব্রেন
গলগি বডি গলগি যন্ত্র বা গলগি ক্ষেত্র, কিটায়োসোম, লাইপোকন্ড্রিয়া, ইডিওসোম, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, প্যাকেজিং সেন্টার
মাইট্রোকন্ড্রিয়া পাওয়ারহাউস বা শক্তিঘর, Biological Power House
রাইবোসোম প্রোটিন তৈরীর যন্ত্র, Protein factory
এন্ডোপ্লাজমিক জালিকা কোষের পরিবহনতন্ত্র
প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি
গৌণ কুঞ্জন নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল, নিউক্লিওলাস সংগঠক
জিন কণা, ফ্যাক্টর, সিস্ট্রোন
কোডন নিউক্লিওটাইড ট্রিপলেট
প্রোটিন জীবনের ভাষা, Language of life
জেনেটিক কোড কৌলিক সংকেত
জিনোম মাস্টার ব্লু-প্রিন্ট
সাইটোপ্লাজম মাতৃকা ভিত্তি পদার্থ, হায়ালোপ্লাজম, সাইটোসোল
লাইসোসোম হাইড্রোলাইটিক এনজাইমের আধার, কোষের পাকস্থলি, আত্মঘাতী থালিকা
ক্লোরোপ্লাস্ট কোষের রান্নাঘর (Kitchen of cell), শর্করা জাতীয় খাদ্যের কারখানা (factory of synthesis of sugar)
ডি.এন.এ. বংশগতির রাসায়নিক বা আণবিক ভিত্তি, মাস্টার মলিকিউল, পরিবৃত্তির ভিত্তি
মাইক্রোটিউবিউলস কোষের অন্তঃকঙ্কাল
প্রোটিয়োসোম কোষের মেইন সুইচ
নিউক্লিয়াস কোষের মস্তিস্ক, প্রাণকেন্দ্র কেন্দ্রিকা
নিউক্লিওপ্লাজম ক্যারিওলিমফ
ক্রোমোসোম বংশগতির ভৌত ভিত্তি, বংশগতির ধারক ও বাহক
নিউক্লিক এসিড বংশগতির ভৌত ভিত্তি, বংশগতির ধারক ও বাহক