বায়োগ্যাস (Biogas) কাকে বলে? কি কি কাজে বায়োগ্যাস (Biogas) ব্যবহার করা হয়?

বায়োগ্যাস (Biogas) কাকে বলে?


প্রধানত গোবর বা অন্যান্য প্রাণীর মল পচনের ফলে মিথেন, হাইড্রোজেন, নাইট্রোজেন সমন্বিত যে জ্বালানি গ্যাস উৎপন্ন হয় তাকে বায়োগ্যাস (Biogas) বলে। এই প্রক্রিয়াকে আবার এনারবিক ডাইজেশন (Anaerobic digestion) বলা হয়ে থাকে।

Biogas_Biogas

অন্যভাবে বললে বলা যায়, গাছপালা, লতাপাতা, গোবর, আবর্জনা ইত্যাদি জৈব পদার্থ ব্যাকটেরিয়ার সাহায্যে পঁচে ফারমেন্টেশন বা গাঁজন পদ্ধতিতে যে বর্ণহীন, দুর্গন্ধহীন দাহ্য গ্যাসের সৃষ্টি হয়, তাকে বায়োগ্যাস (Biogas) বলে।

বায়োগ্যাস তৈরির প্রধান কাঁচামাল হলো প্রাণীর মলমূত্র ও পানি। সাধারণভাবে গোবর, পাতা, খড়কুটো, উদ্ভিজ্জাত আবর্জনা এবং পানি বায়োগ্যাস তৈরি করতে ব্যবহার করা হয়।

কি কি কাজে বায়োগ্যাস (Biogas) ব্যবহার করা হয়?


১. রান্নার কাজে জ্বালানি হিসাবে বায়োগ্যাস (Biogas) ব্যবহার করা হয়।
২. বায়োগ্যাস (Biogas) অবশিষ্ট বর্জ্য জমিতে সার হিসাবে ব্যবহার করা যায়।
৩. বায়োগ্যাস (Biogas) ব্যবহার করে জেনারেটর চালিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়।
৪. বায়োগ্যাসের (Biogas) বর্জ্য মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা যায়।
৫. বাতি জ্বালানোর কাজে বায়োগ্যাস (Biogas) ব্যবহার করা হয়।
৬. বায়োগ্যাস (Biogas) ব্যবহারের ফলে মিথেন গ্যাস তৈরি হয় যা চাষের কাজে ব্যবহৃত হয়।
৭. বায়োগ্যাস (Biogas) ব্যবহার করে পাম্পের সাহায্যে জমিতে সেচ দেয়া যায়।