সৌরজগতের সকল গ্রহের পরিচয়।
বুধ (Mercury):
- বুধ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। (৫.৮ কোটি কি.মি.)
- ধুসর রং-এর গ্রহের গায়ে প্রচুর গর্ত।
- যে দিকটা সূর্যের দিকে থাকে তার উষ্ণতা ৪৩০°সে.।
- আবর্তন: ৫৮ দিন ১৭ ঘণ্টা।
- পরিক্রমণ: ৮৮ দিন।
শুক্ৰ(Venus):
- পৃথিবীর সবথেকে কাছের এই গ্রহ পৃথিবীর প্রায় সমান মাপের।
- সূর্য থেকে দূরত্ব ১০.৭ কোটি কি.মি.।
- আবর্তন: ২৪৩ দিন।
- পরিক্রমণ: ২২৫ দিন।
- সৌরজগতের উম্নতম গ্রহ (৪৬৫° সে.)। প্রচুর কার্বন-ডাইঅক্সাইড থাকায় উষ্ণতা এত বেশি।
পৃথিবী(Earth):
- সূর্য থেকে দূরত্ব ১৫ কোটি কি.মি.।
- গড় তাপমাত্রা ১৫° সে.।
- সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে।
- আবর্তন: ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড।
- পরিক্রমণ: ৩৬৫ দিন ৫ ঘ. ৪৮ মি. ৪৬ সে.।
- নীল গ্রহ: মহাকাশ থেকে নীল রং-এর দেখায়।
- উপগ্রহ: ১টি, চাঁদ।
মঙ্গল (Mars):
- সূর্য থেকে দূরত্ব ২২.৮ কোটি কি.মি.।
- মাটিতে প্রচুর ফেরাস অক্সাইড (লোহা) থাকায় দেখতে লাল। তাই লালগ্রহ বলা হয়।
- তাপমাত্রা অনেকটা পৃথিবীর মতো, তাই প্রাণের খোঁজ চলছে। তবে জানা গেছে যে এই গ্রহে একসময় জল ছিল।
- আবর্তন: ২৪ ঘ. ৩৭ মি.।
- পরিক্রমণ: ৬৮৭ দিন।
- উপগ্রহ: ২টি, উল্লেখযোগ্য, ডাইমোস ও ফোবোস।
বৃহস্পতি (Jupiter):
- সবচেয়ে বড় গ্রহ। মাধ্যাকর্ষণ সব থেকে বেশি।
- সূর্য থেকে দূরত্ব ৭৭.৮ কোটি কি.মি.।
- তাপমাত্রা: ১৫০° সে.।
- আবর্তন: ৯ ঘ. ৫০ মি.।
- পরিক্রমণ: ১২ বছর।
- উপগ্রহ: ৬৭টি, উল্লেখযোগ্য গ্যানিমিড, ইউরোপার।
শনি (Saturn):
- সূর্য থেকে দূরত্ব ১৪২.৭ কোটি কি.মি.।
- তাপমাত্রা: ১৮৪° সে.।
- আবর্তন: ১০ ঘ. প্রায়।
- পরিক্রমণ: ২৯ বছর ৬ মাস।
- ঘনত্ব জলের থেকেও কম।
- ধূলিকণা, বরফ, পাথরের টুকরো দিয়ে তৈরি উজ্জ্বল ৭টা বলয় আছে।
- উপগ্রহ: ৮২টি; কিন্তু নামকরণ হয়েছে ৫৩টির। উল্লেখযোগ্য, টাইটান (বৃহত্তম)।
ইউরেনাস(Uranus):
- সূর্য থেকে দূরত্ব ২৮৭ কোটি কি.মি.।
- মিথেন গ্যাস বেশি থাকায় রং সবুজ।
- তাপমাত্রা: ২১৬°সে., শীতলতম গ্রহ।
- আবর্তন: প্রায় ১৭ ঘ.।
- পরিক্রমণ: প্রায় ৮৪ বছর।
- উপগ্রহ: ২৭টি; উল্লেখযোগ্য, মিরান্ডা, ওবেরন, টিটানিয়া।
নেপচুন(Neptune):
- মিথেন ও হিলিয়াম গ্যাস বেশি থাকায় রং নীল।
- সূর্য থেকে দূরত্ব ৪৪৯.৭ কোটি কি.মি.।
- তাপমাত্রা: ২১৪° সে।
- আবর্তন: প্রায় ১৬ ঘ.।
- পরিক্রমণ: ১৬৫ বছর।
- উপগ্রহ: ১৪টি; উল্লেখযোগ্য ট্রাইটন (বৃহত্তম)।
বামন গ্রহ-প্লুটো:
- একসময় প্লুটোকে সৌরজগতের নবম গ্রহ হিসাবে ধরা হতো। কিন্তু ২০০৬ সালে জ্যোতির্বিজ্ঞানীরা প্লুটোকে বামন গ্রহ (Dwarf Planet) অ্যাখ্যা দিয়েছেন। নিজের কক্ষপথে কোনো মহাজাগতিক বস্তু এলে বামন গ্রহেরা তা সরিয়ে দিতে পারে না। চাঁদের থেকেও ছোটো প্লটো, সূর্যকে পরিক্রমণ করে ২৪৮ বছরে।