সন্তানের প্রতি একজন বাবার দেয়া সেরা উপদেশ।

একজন বাবা প্রতিটি সন্তানের জন্য আদর্শ শিক্ষক। পিতার আদেশ-উপদেশ মেনে চলা যেমন সন্তানের দায়িত্ব তদ্রুপ একজন সন্তানকে আদর্শ পথ দেখানোও পিতার দায়িত্ব।

সন্তানের প্রতি একজন বাবার দেয়া সেরা উপদেশসমূহ হলোঃ


ছেলে হয়ে যখন জন্মেছো, কখনোই দায়িত্ব এড়িয়ে যেও না।
পড়াশোনা করে জীবন উন্নত করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না।
কখনো কাউকে ছোট করে দেখবে না, তা না হলে তুমিও কিছুদিন পর কারো কাছে ছোট হয়ে যাবে।
কখনো কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেও না, সে লজ্জা পেতে পারে।
জুতা সেলাই করতে গেলে মুচির দিকে পা বাড়িয়ে দিয়ো না, বরং জুতাটা নিজে একবার মুছে দিয়ো।
কখনো মায়ের কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না।
তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই, কিন্তু তোমার ব্যবহারে সেইটা প্রকাশ পাবে।
বড় নয়, মানুষ হবার চেষ্টা করবে। তবেই তুমি বড় হবে।
কখনো কামলা, কাজের লোক, বুয়া এসব বলে ডেকো না। মনে রেখো তারাও কারো না কারো ভাই, বোন, মা, বাবা। তাদের ভাই, আপা, চাচা, চাচী বলে ডেকো।
বড়দের মাঝে তোমার চেয়ারটা বরাদ্দ নেই, আছে ছোটদের মাঝে।
সবসময় শুধু মানুষকে দেওয়ার চেষ্টা করবে। মনে রাখবে, প্রদান কারির হাত সর্বদা উপরেই থাকে।
যখন রাস্তায় হাটবে দেখে হাটবে, কেউ পড়ে গেলো কি না অথবা কেউ রাস্তা পার হতে পারছে না, তাঁদের সাহায্য করবে।
কখনোই এমন কিছু করবে না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর কেউ আঙুল তুলে কথা বলে।
কারো বাড়ির খাবার নিয়ে সমালোচনা করবে না, কেননা কেউই তার বাড়ির খাবার অস্বাদ করার চেষ্টা করেনা।
বাইক কখনো জোরে চালিও না, তাতে তোমার কলিজার কাপুনি বেড়ে না গেলেও রাস্তার পাশে থাকা মানুষটার কাপুনি বেড়ে যেতে পারে।
শ্বশুড় কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও যাতে তার মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে।