নানা রঙের ফুল ফল।

নানা রঙের ফুল ফল

—————————

আমাদের দেশ ফুলের দেশ, ফলের দেশ। নানা রঙের ও নানা রকমের ফুল ফল দেখা যায় সারা বছর জুড়ে।

গোলাপ ফোটে সারা বছর। লাল, সাদা, গোলাপি বিভিন্ন রঙের। গোলাপের সুগন্ধ আছে।

লাল রং নিয়ে ফোটে কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ। এগুলো দেখতে খুবই সুন্দর কিন্তু সুবাস নেই।

বেলি, রজনীগন্ধা, কামিনী, গন্ধরাজ, হাসনাহেনা, দোলনচাঁপা ও শিউলিও ফোটে অনেক। এগুলোর মিষ্টি গন্ধ মন ভরিয়ে দেয়। এসব ফুলের রং সাদা টগর ও কাশফুলও সাদা।

সূর্যমুখী ও গাঁদাফুলের রং হলুদ। জবা ও কলাবতী ফুল নানা রঙের হয়। কদম ফুল দেখতে খুব সুন্দর। সবুজ পাতার ভিতর ছোট ছোট নরম বলের মতো। দোলনচাঁপার চারটি সাদা পাপড়ি-ঠিক যেন একটি প্রজাপতি।

বিলে ঝিলে ফোটে শত শত শাপলা। সাদা, লাল ও অন্য রঙের। সব ফুলই দেখতে খুব সুন্দর।

এদেশে ফলে হরেক রকমের ফল। বেশি হয় কাঁঠাল, আর আনারস। আম, জাম, পেঁয়ারা, পেঁপে, বাঙ্গি, তরমুজ, লিচু ও প্রচুর ফলে। আরও হয় ডাব, ডালিম, বাতাবি লেবু, জামরুল, তাল, কমলা।

কাঁচা আম, পেঁপে, পেঁয়ারা, বাঙ্গি সবুজ রঙের। পাঁকার পরে এগুলোর রং হয় হলুদ বা সোনালী।

পাঁকা বাতাবি লেবুর ভিতরটা হালকা গোলাপি রঙের। পাঁকা ডালিমের ছোট ছোট দানা টুকটুকে লাল। তরমুজের ভিতরটাও খুব লাল।

জামরুলের রং সাদা। তবে অন্য রঙেরও হয়। পাঁকা কলার খোসা ও কোষ উভয়ই কমলা রঙের হয়। আমাদের ফলগুলো দেখতে সুন্দর। খেতেও মজার।