শিলা কাকে বলে? শিলা কত প্রকার ও কি কি?

শিলা কাকে বলে?


বিভিন্ন প্রকার খনিজের সমন্বয়ে গঠিত যে উপাদানটি পৃথিবীর উপরিপৃষ্ঠের কঠিন আবরনীস্তর বা ভূত্বকে গঠিত হয়, তাকে শিলা বলা হয়। শিলা হচ্ছে প্রাকৃতিকভাবে গঠিত শক্ত পদার্থ কিংবা খনিজ পদার্থের সমষ্টি। শিলার অভ্যন্তরে খনিজ পদার্থ, এর রাসায়নিক গঠন এবং কিভাবে শিলাটি তৈরি হয় তার উপর ভিত্তি করে একে শ্রেণিবদ্ধ করা হয়।

rock_rock

অন্যভাবে বললে বলা যায়, ভূ-ত্বকে যে সকল উপাদান নিয়ে গঠিত এদের সাধারণ নাম শিলা। শিলা বলতে সাধারণত কঠিন প্রস্তরকে বোঝায়। কিন্তু ভূতাত্ত্বিকদের মতে দুই বা ততোধিক খনিজ পদার্থের মিলনে যে পদার্থ গঠিত হয়, তাকে শিলা বলে। শিলার উদাহরণ হলোঃ গ্রানাইট, গ্যাব্রো, টাফ, ব্রেসিয়া, ব্যাসন্ট ইত্যাদি।

শিলা কত প্রকার ও কি কি?


শিলা প্রধানত তিন প্রকার। যথা:

১. আগ্নেয় শিলা
২. পাললিক শিলা
৩. রূপান্তরিত শিলা

আগ্নেয় শিলা:



Volcanic_rock

ভূগর্ভস্থ গরম তরল পদার্থগুলো শীতল হয়ে যে শিলার সৃষ্টি হয়, তাকে আগ্নেয় শিলা বলে। অর্থ্যাৎ, সৃষ্টির সময় পৃথিবী উত্তপ্ত তরল অবস্থায় ছিল। ধীরে ধীরে তাপ বিকিরনের ফলে ভূপৃষ্ঠ ও ভূত্বকের বিভিন্ন উপাদান শীতল ও জমাট বেঁধে কঠিন শিলার আবরন তৈরি করে। উত্তপ্ত পদার্থ জমাট বেঁধে সৃষ্টি হয়েছে বলে এই শিলাকে আগ্নেয় শিলা বলা হয়ে থাকে।

অন্যভাবে বললে বলা যায়, উত্তপ্ত তরল অবস্থা থেকে তাপ বিকিরণের ফলে শীতল ও কঠিন হওয়ার সময়ে ভূ–ত্বক ও ভূ–আভ্যন্তরের বিভিন্ন উপাদান জমাট বেঁধে কঠিন হয়ে যে শিলার সৃষ্টি করে, তাকে আগ্নেয় শিলা বলে।

পাললিক শিলা:



Sedimentary_rock

স্তরে স্তরে পলি সঞ্চিত হয়ে বা কণা জমে যে শিলার সৃষ্টি হয় তাকে পাললিক শিলা বলে। স্তরে স্তরে গঠিত হয় বলে পাললিক শিলাকে স্তরীভূত শিলাও বলা হয়।

অন্যভাবে বললে বলা যায়, পাললিক শিলা হলো এক প্রকারের শিলা যা ছোট ছোট কণা জমে এবং পরবর্তীকালে পৃথিবীর পৃষ্ঠ, সমুদ্রতল বা জলের অন্যান্য দেহের খনিজ বা জৈব কণার সিমেন্টেশন (সংযোজন) দ্বারা গঠিত হয়।

রূপান্তরিত শিলা:



Metamorphic_rock

কোন শিলায় তাপ, চাপ ও রাসায়নিক ক্রিয়ার ফলে এর খনিজ উপাদান ও বুনটের পরিবর্তন হয়ে যে নতুন শিলার সৃষ্টি হয় তাকে রূপান্তরিত শিলা বলে। আগ্নেয় বা পাললিক শিলা পরিবর্তনের মাধ্যমে রূপান্তরিত শিলার সৃষ্টি হয়।

অন্যভাবে বললে বলা যায়, আগ্নেয় শিলা, পাললিক শিলা থেকে পরিবর্তিত হয়ে যে নতুন ধরনের শিলা তৈরি হয় তাকে রূপান্তরিত শিলা বলে। এটি রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়। তাই রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে সৃষ্ট পাললিক এবং আগ্নেয় শিলার নতুন রুপকে রুপান্তরিত শিলা বলে।