গ্যাসের চুলা ও বার্নার কিভাবে পরিষ্কার করবেন।

গ্যাসের চুলার চারপাশ পরিষ্কার করা হলেও বার্নার অযত্নেই থেকে যায়। যদি অনেক দিন ধরে গ্যাসের বার্নার পরিষ্কার না করা হয় তাহলে একসময় ছিদ্রগুলো বন্ধ হয়ে যেতে পারে। এতে করে চুলার আঁচ কমে যায়। কয়েকটি উপায় অনুসরণ করে গ্যাসের চুলা ও বার্নার পরিষ্কার করতে পারেন।

যেভাবে পরিষ্কার করবেন-

  • সাবান পাউডার এবং স্ক্রাবারের সাহায্যে চুলার চারপাশ ঘষে ধুয়ে নিন। এতে করে বাইরে জমে থাকা তেল ময়লা সহজেই পরিষ্কার হবে।
  • এরপর বার্নারগুলো একটি পাত্রে সাদা ভিনেগার ও পানি মিশিয়ে ডুবিয়ে রাখুন। তারপর একটি টুথব্রাশের সাহায্যে বার্নার পরিষ্কার করতে হবে।
  • চুলার উপর ও ভেতরের অংশে কালো হয়ে জমে থাকা তেলসহ ময়লা ওঠানোর জন্য এর উপরও ভিনেগার ব্যবহার করুন। প্রয়োজনে সারারাত এভাবেই রেখে দিন।
  • পরদিন সকালে বার্নার এবং চুলা ভালো করে ঘষে পরিষ্কার করে নিন।
  • ভিনেগারের পাশাপাশি বেকিং সোডাও ব্যবহার করতে পারেন চুলা পরিষ্কারের ক্ষেত্রে।
  • ভেজা চুলায় সামান্য পরিমাণ বেকিং সোডা ছিটিয়ে দিন। ১০ মিনিট অপেক্ষা করে ৫-৭ মিনিট ঘষে নিন।
  • চুলা ও বার্নার নতুনের ঝকঝকে রাখতে চাইলে প্রতি মাসে অন্তত একবার হলেও এই উপায়ে পরিষ্কার করুন।