রোবট (Robot) কাকে বলে? রোবট (Robot) এর ব্যবহার, সুবিধা ও অসুবিধা কি?

রোবট (Robot) কাকে বলে?


যে যন্ত্র নিজে নিজে মানুষের কাজে সাহায্য করে এবং নানাবিধ কাজে মানুষের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়, তাকে রোবট (Robot) বলে। রোবট (Robot) সাধারণত একটি ইলেক্ট্রো-যান্ত্রিক ব্যবস্থা, যার কাজকর্ম, চলাফেরা বিভিন্ন কাজে মূলত মানুষের বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে।

robot_hyperautomation

অন্যভাবে বললে বলা যায়, রোবট (Robot) হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র বা যন্ত্রমানব যা মানুষের অনেক দুঃসাধ্য ও কঠিন কাজ করতে পারে। রোবট এমন একটি যন্ত্র যা কখনো সম্পূর্ণরূপে মানুষকে নকল করবে; কখনো চেহারায়, কখনো কাজের মধ্যে দিয়ে, কখনো আবার দু’ভাবেই।

কিছু কিছু রোবট (Robot) শুধু প্রোগ্রাম অনুসারেই কাজ করে আবার কিছু কিছু রোবট (Robot) দূর থেকে লেজার রশ্মি বা রেডিও সিগন্যালের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায়।

রোবট (Robot) এর ব্যবহার, সুবিধা ও অসুবিধা কি?


robot_hyperautomatio

রোবট (Robot) এর ব্যবহার সমূহ:
১. কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং এ রোবট (Robot) ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
২. শিল্পের বিপজ্জনক ও কঠিন কাজে। এছাড়া বৃহৎ মেশিনের কষ্টদায়ক যন্ত্রপাতির সংযােজনে।
৩. রোবট (Robot) যানবাহন ও গাড়ির কারখানায় ব্যবহৃত হয়।
৪. খনি হতে বিভিন্ন বিষাক্ত পদার্থ উত্তোলনে রোবট (Robot) ব্যবহৃত হয়।
৫. কারখানায় কম্পিউটার নিয়ন্ত্রিত রোবটের সাহায্যে নানারকম বিপজ্জনক ও পরিশ্রমসাধ্য কাজ করা হয়।
৬. মহাকাশ গবেষণায় রােবট ব্যবহৃত হচ্ছে। এছাড়া মহাশূন্যের ছবি সংগ্রহে রোবট (Robot) ব্যবহৃত হয়।
৭. গৃহস্থালীর কাজে রােবট (Robot) ব্যবহৃত হচ্ছে। এছাড়া ক্ষতিকর বিস্ফোরক সনাক্তকরণে রোবট (Robot) ব্যবহৃত হয়।
৮. বিভিন্ন নিরাপত্তা মূলক কাজে রােবট ব্যবহার করা হয়। এছাড়া বিভিন্ন পরীক্ষামূলক কাজে রোবট (Robot) ব্যবহার করা হয়।
৯. শিল্প কারখানায় দ্রুত উৎপাদন কার্য সম্পন্ন করার জন্য রােবট ব্যবহার করা হচ্ছে।
১০. গভীর অরণ্য কিংবা বহুদূরত্বে শত্রুর উপস্থিতির প্রমাণে রোবট (Robot) ব্যবহার করা হয়

pepper-the-robot

রোবট (Robot) এর সুবিধা সমূহ:
১. বিভিন্ন শিল্পকারখানায় যেসব জিনিসপত্র মানুষের পক্ষে ওঠানামা করানো বা স্থাপনের জন্য কঠিন সেসব ক্ষেত্রে রোবট ব্যবহার করা হয়।
২. রোবট (Robot) দ্বারা তৈরি পণ্যের গুণগত মান খুব ভালো এবং সূক্ষ্মতা বেশি।
৩. কারখানার জিনিসপত্র সংযোজন, প্যাকিং এবং জিনিসপত্র পরিবহনের জন্য রোবট (Robot) ব্যবহার করা হয়।
৪. রোবটের কাজ করার গতি বেশি এবং আউটপুট বেশি পাওয়া যায়।
৫. যুদ্ধক্ষেত্রে যুদ্ধযানে ড্রাইভারের বিকল্প হিসেবে রোবটকে ব্যবহার করা যায়। এই সমস্ত রোবট দূর নিয়ন্ত্রিত হওয়ায় যেকোনো মুহূর্তে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।
৬. বিপদজনক ক্ষেত্রে রোবটের সাহায্যে কাজ করা অনেক বেশি নিরাপদ।
৭. চিকিৎসা ক্ষেত্রে সার্জারির কাজে রোবট সফলভাবে ব্যবহার করা সম্ভব হয়েছে।
৮. বিনোদন, গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে রোবট (Robot) ব্যবহার করা হয়। এছাড়া এটি নিরবিচ্ছিন্নভাবে দীর্ঘক্ষন কাজ করতে পারে।

robot_robot

রোবট (Robot) এর অসুবিধা সমূহ:
১. মানুষের মতো পরিস্থিতি বিবেচনা করে নিজের বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারে না। ফলে একটি রোবট দিয়ে ইচ্ছামতো বিভিন্ন কাজ করা যায় না।
২. রোবট নতুন বা জটিল পরিস্থিতিতে নিজে নিজে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না।
৩. রোবটিক্স যন্ত্রপাতি ক্রয় করতে প্রয়োজন হয় যথেষ্ট পরিমাণ অর্থের এবং রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ লোক প্রয়োজন। ফলে এটি তুলনামূলক ব্যবহুল।
৪. রোবট কে সচল রাখতে অধিক বিদ্যুতের প্রয়োজন হয়। ফলে এটি অধিক ব্যয়বহুল।
৫. রোবট (রোবটিক্স) এর মধ্যে কোন সৃজনশীলতা নেই, তাই ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারে না।
৬. রোবটের ভিতরে থাকা প্রোগ্রাম অনুযায়ী রোবট কাজ করে। কাজটি সঠিক নাকি ভুল হলো সে সম্পর্কে কোনো ধারণা করতে পারে না।
৭. রোবট ব্যবহারের ফলে ধীরে ধীরে মানুষ কর্মহীন হয়ে পড়ছে। এতে বেকারত্ব বাড়ছে, মানুষও ধীরে ধীরে তার কর্ম দক্ষতা হারিয়ে ফেলছে।
৮. রোবট পরিচালনার জন্য দক্ষ জনবলের প্রয়োজন হয় এবং এর ব্যবস্থাপনা এখনও সহজসাধ্য হয় নি।