ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম কাকে বলে? ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম এর সুবিধা ও অসুবিধা কি?

ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম কাকে বলে?


কোনো প্রকার তার বা ক্যাবল ব্যবহার না করেই তথ্য আদান-প্রদান তথা যোগাযোগ করার পদ্ধতিকে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম (Wireless Communication System) বলে।

wireless

অন্যভাবে বললে বলা যায়, দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে কোনো ফিজিক্যাল কানেকশন বা ক্যাবল সংযোগ ছাড়া ডেটা কমিউনিকেশনের পদ্ধতি হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম (Wireless Communication System)।

অর্থ্যাৎ, তারবিহীন মাধ্যমের সাহায্যে ওয়্যারলেস ডিভাইসসমূহের মধ্যে যে পদ্ধতিতে ডেটা কমিউনিকেশন হয় তাকে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম (Wireless Communication System) বলে।

ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম এর সুবিধা ও অসুবিধা কি?


ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম এর সুবিধা সমূহ:
১. যেখানে তার বা ক্যাবল মাধ্যম ব্যবহার করে ডাটা সঞ্চালন অসুবিধা সেখানে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম মাধ্যম খুবই সুবিধাজনক।
২. তার মাধ্যমের দূরত্বগত সীমাবদ্ধতা আছে। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করে সহজেই এ সীমাবদ্ধতা দূর করা যায়।
৩. ভিন্ন ভিন্ন বিল্ডিং-এর জন্য এ ধরনের সিস্টেম স্থাপনে কোন অসুবিধা হয় না। এছাড়া যেকোনাে স্থান হতে চলমান অবস্থায় ইন্টারনেট অ্যাকসেস করা যায়।
৪. ডেটা সঞ্চালনের পথে প্রতিবন্ধকতা থাকলে তার বা ক্যাবলের মাধ্যমের তুলনায় ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বেশি সুবিধাজনক।
৫. ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম ব্যবস্থায় ক্যাবলের ঝামেলা ও অতিরিক্ত খরচ থেকে রক্ষা পাওয়া যায়।
৬. ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম ব্যবস্থাটি অনেক ব্যবহারকারী একই সাথে ব্যবহার বা শেয়ার করতে পারে।
৭. ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমটি বহনযোগ্য বা স্থানান্তরযোগ্য ডিভাইসের ক্ষেত্রে সংযোগ পদ্ধতি সহজ।
৮. ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে নয়েজের প্রভাব খুবই কম। এছাড়া নেটওয়ার্ক স্থাপন পদ্ধতি তার বা ক্যাবলের মাধ্যমের তুলনায় সহজ এবং ঝামেলামুক্ত।

Wireless_Wireless

ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম এর অসুবিধা সমূহ:
১. ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে (Wireless Communication System) নেটওয়ার্ক বিপর্যয় হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
২. ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে প্রতিবন্ধকতা অনেক সময় ডেটা বা তথ্য চলাচলের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে।
৩. ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে ডেটা চলাচলে বাধা বা বিঘ্নিত হলে নেটওয়ার্কের দক্ষতা কমে যায়।
৪. তারযুক্ত নেটওয়ার্কের তুলনায় ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে নেটওয়ার্কের গতি তুলনামূলক কম থাকে।
৫. অনাকাঙ্খিত ব্যবহারকারী কর্তৃক আক্রমনের আশংকা বেশি থাকে। হ্যাক হওয়ার সম্ভবনা বেশি থাকে।
৬. ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে কোনো প্রকার ত্রুটি নির্ণয় করা একটু কঠিন।
৭. ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে ব্যবহৃত প্রযুক্তি জীববৈচিত্রের জন্য হুমকিস্বরূপ।
৮. ইন্টারনেটের সমস্যা হলে তথ্য আদান-প্রদান করা বিঘ্নিত হয়।