রিং টপোলজি (Ring Topology) কাকে বলে? রিং টপোলজির (Ring Topology) সুবিধা ও অসুবিধা কি?
রিং টপোলজি (Ring Topology) কাকে বলে?
এ ধরনের টোপোলজি Ring এর মত বা গোলাকার দেখতে হওয়ার কারণে এটিকে রিং টপোলজি বলে। রিং টপোলজিতে প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। এভাবে রিংয়ের সর্বশেষ কম্পিউটারটি প্রথম কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে।
এ ব্যবস্থায় কোনো কম্পিউটার ডেটা পাঠালে তা বৃত্তকার পথে ঘুরতে থাকে যতক্ষণ না পর্যন্ত প্রাপক কম্পিউটারটি ডেটা গ্রহণ করে। এ ব্যবস্থায় কোনো কেন্দ্রীয় কম্পিউটার থাকে না। এতে প্রতিটি কম্পিউটারের গুরুত্ব সমান।
রিং টপোলজির (Ring Topology) সুবিধা ও অসুবিধা কি?
রিং টপোলজির (Ring Topology) সুবিধা সমূহ: |
১. রিং টপোলজির (Ring Topology) কেন্দ্রীয় কোনো কম্পিউটার বা সার্ভারের প্রয়োজন হয় না। |
২. নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বাড়লেও এর দক্ষতা খুব বেশি প্রভাবিত হয় না। |
৩. রিং টপোলজির (Ring Topology) নেটওয়ার্ক এ অবস্থিত প্রতিটি কম্পিউটারের গুরুত্ব সমান। |
৪. ডেটা ট্রান্সমিশনে কোনাে নােড একচ্ছত্র প্রাধান্য বিস্তার করতে পারে না। |
৫. রিং টপোলজিতে কোন Hub এর ব্যবহার বা প্রয়োজন হয় না। |
৬. রিং টপোলজিতে তুলনামূলক খরচ কম। এছাড়া ক্যাবল কম ব্যবহৃত হয়। |
৭. টুইস্টেড পেয়ার ক্যাবলগুলো সস্তা এবং সহজেই পাওয়া যায়। অতএব, ইনস্টলেশন খরচ খুব কম। |
৮. রিং টপোলজিতে সংকেত একমুখী হওয়ায় ডেটা কলিশন বা সংঘর্শ হয় না। |
রিং টপোলজির (Ring Topology) অসুবিধা সমূহ: |
১. নেটওয়ার্কের একটিমাত্র কম্পিউটার সমস্যায় আক্রান্ত হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। |
২. নেটওয়ার্কে কোনো কম্পিউটার যুক্ত করলে বা সরিয়ে নিলে তা পুরো নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত করে। |
৩. রিং টপোলজির নেটওয়ার্ক এ সমস্যা নিরূপণ বা ত্রুটি খুজে বের করা বেশ জটিল। |
৪. রিং টপোলজি নেটওয়ার্কে কম্পিউটারে সংখ্যা বাড়ালে ডেটা ট্রান্সমিশনের সময়ও বেড়ে যায়। |
৫. রিং টপোলজির জন্য জটিল নিয়ন্ত্রণ সফটওয়্যার ব্যবহারিত হয়। ফলে অভিজ্ঞ ব্যাক্তি ছাড়া কন্ট্রোল করতে পারে না। |
৬. কম্পিউটারগুলাে পরস্পরের সাথে সরাসরি সংযুক্ত না থাকায় একটি কম্পিউটার অন্য আরেকটি কম্পিউটারকে সরাসরি ডেটা প্রেরণ করতে পারে না। |
৭. একমুখী বৃত্তাকার পথে নোডসমূহ সংযুক্ত থাকার কারণে সরাসরি ডেটা প্রেরণ করা যায় না। ফলে সংকেত আদান-প্রদান ধীরগতি সম্পন্ন হয়। |
৮. একটি কম্পিউটার, অন্য কম্পিউটারগুলির ওপর নির্ভরশীল থাকে। |