ল্যাপটপ (Laptop) কাকে বলে? ল্যাপটপের সুবিধা ও অসুবিধা কি?

ল্যাপটপ (Laptop) কাকে বলে?


ল্যাপটপ অর্থ কোলের উপর। এই কম্পিউটার কোলর উপর রেখে ব্যবহার করা হয় বলে একে ল্যাপটপ কম্পিউটার বলে। তাছাড়া এই কম্পিউটার সহজে বহন করা যায় বলে খুব জনপ্রিয়। আরেকটি সুবিধা হলো এতে ব্যাটারি থাকায় বিদ্যুৎ না থাকালেও দীর্ঘসময় ব্যবহার করা যায়।

Laptopp

ল্যাপটপ কম্পিউটার নোট বুক বা পাওয়ার বুক ইত্যাদি নামেও পরিচিত। ১৯৮১ সালে এপসন কোম্পানি প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে।

ল্যাপটপ (Laptop) এর সুবিধা সমূহ:


ল্যাপটপ (Laptop) এর সুবিধা সমূহ:
১. ল্যাপটপ ডেস্কটপ পিসির চেয়ে আকারে অনেক ছোট ও হালকা।
২. ল্যাপটপ কম্পিউটার দেখতে অনেকটা ছোট ব্রিফকেসের মত। এটি সহজে বহনযোগ্য।
৩. এটি ডেস্কটপ পিসির চেয়ে অনেক বেশি বিদ্যুৎসাশ্রয়ী।
৪. ল্যাপটপ ব্যবহারের অন্যতম প্রধান সুবিধা হলো এটি ব্যাটারিতে চলে।
৫. ল্যাপটপে মাউসের পরিবর্তে টাচপ্যাড ব্যবহার করা হয়।
৬. ল্যাপটপ ছোট ও হালকা তাই যেকোনো স্থানে বসে সহজেই কাজ করা যায়।
৭. ল্যাপটপের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বিদ্যুৎ না থাকলেও ল্যাপটপের সাথে সংযুক্ত ব্যাটারির সাহায্যে তা অনেকক্ষণ চালানো যায়।
৮. ল্যাপটপের মধ্যে সব কিছু: মনিটর, কীবোর্ড, টাচপ্যাড, ডিস্কড্রাইভ, ওয়েবক্যাম, একসাথে রয়েছে যা আসলেই চমৎকার একটি সুবিধা।
৯. ল্যাপটপের সাহায্য গুরুত্বপূর্ণ ডাটা যেকোনো স্থানে প্রয়োজন হলেই দেখে নেওয়া যায়।
১০. ল্যাপটপে ওয়াই ফাই ও সেলুলার ব্রডব্যান্ড ডাটা সুবিধা থাকার ফলে যে কোন জায়গায় বসে কাজ করা যায়।

ল্যাপটপ (Laptop) এর অসুবিধা সমূহ:


ল্যাপটপ (Laptop) এর অসুবিধা সমূহ:
১. ল্যাপটপ বহনযোগ্য, তাই হাত থেকে পড়ে ভেঙ্গে যেতে পারে।
২. ল্যাপটপের খুচরা যন্ত্রাংশ পাওয়া যেমন কষ্টকর, তেমনি তার দামও তুলনামূলকভাবে অনেক বেশি।
৩. ল্যাপটপ বহন করা যায় বলে এটি চুরি হওয়ার আশঙ্কা রয়েছে এবং দুর্ঘটনায় পড়ে এর ক্ষতি হতে পারে।
৪. ল্যাপটপের দাম তুলনামূলকভাবে অনেক বেশি হয়ে থাকে, তাই সবাই কিনে ব্যবহার করতে পারে না।
৫. ল্যাপটপের যন্ত্রাংশ যখন তখন আপগ্রেড করা যায় না।
৬. ইউএসবি, ফায়ারওয়্যার, সাটা, এইচডিএমআই, ভিজিএ, ডিভিআই ইত্যাদি পোর্টের সংখ্যা ল্যাপটপে বেশ কম।
৭. ল্যাপটপের মান খারাপ হলে ডেস্কটপের থেকে খারাপ সার্ভিস দেয়।