অপটিক্যাল ফাইবার ক্যাবল কাকে বলে? অপটিক্যাল ফাইবার ক্যাবলের বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা কি?

অপটিক্যাল ফাইবার ক্যাবল কাকে বলে?


অপটিক্যাল ফাইবার ক্যাবল (Optical Fiber Cable) হলো অত্যন্ত সরু এক ধরনের কাচের তন্তু। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের প্রযুক্তি কাজে লাগিয়ে ইলেক্ট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে আলোক বা লাইট সিগন্যাল করে কাজ করে এবং ডেটা আদান-প্রদানের জন্য লেজার রশ্নি ব্যবহার করে।

optical_fiber_cable

ডেটা চলাচলের দ্রুততম মাধ্যম হলাে অপটিক্যাল ফাইবার ক্যাবল। অপটিক্যাল ফাইবার ক্যাবল তার (wire) মাধ্যমের মধ্যে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। এর মধ্যে দিয়ে আলােক সংকেতরূপে ডেটা পরিবাহিত হয় বা চলাচল করে।

এটি ইলেক্ট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে লাইট সিগন্যাল ট্রান্সমিট করে। ফলে ডেটা আলাের গতিতে স্থানান্তর হয়। আর এর ভেতর দিয়ে 1 Gbps রেঞ্জ বা তার চেয়েও বেশি গতিতে ডেটা চলাচল করতে পারে।

অপটিক্যাল ফাইবার ক্যাবলের বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা কি?


অপটিক্যাল ফাইবার ক্যাবল এর বৈশিষ্ট্য সমূহ:
১. অপটিক্যাল ফাইবার ক্যাবল ইলেকট্রিক্যাল সিগনালের পরিবর্তে আলােক বা লাইট সিগনাল ট্রান্সমিট করে।
২. অপটিক্যাল ফাইবার ক্যাবল এর ডেটা সংরক্ষণের নিরাপত্তা ও গােপনীয়তা তুলনামূলক বেশি।
৩. অপটিক্যাল ফাইবার ক্যাবল এর এর গতি আলোর গতির সমান।
৪. ইলেকট্রিসিটির মতাে আলােক সংকেত বাইরে ছড়িয়ে পড়ে না বলে এতে এটেনুয়েশন নেই বললেই চলে। এটেনুয়েশন না থাকায় এর মাঝ দিয়ে সিগন্যাল অনেক দূরত্ব পর্যন্ত অতিক্রম করতে পারে।
৫. এতে গিগাবাইট রেঞ্জ (Gbps) বা তার চেয়ে বেশি গতিতে ডেটা চলাচল করতে পারে।
৬. অপটিক্যাল ফাইবার ক্যাবল ব্যবহার করে একই সাথে একাধিক তথ্য প্রেরণ করা যায়।
৭. নেটওয়ার্কের ব্যাকবােন হিসেবে অপটিক্যাল ফাইবার ক্যাবল অধিক ব্যবহৃত হয়।
৮. এতে আলােকের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা উৎস থেকে গন্তব্যে গমন করে।

optical

অপটিক্যাল ফাইবার ক্যাবল এর সুবিধা সমূহ:
১. সঠিকভাবে ডেটা স্থানান্তর বা চলাচলের ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থা কোনাে বাধা প্রদান করতে পারে না।
২. আলাের গতিতে ডেটা স্থানান্তরিত হয় এবং অপেক্ষাকৃত দ্রুত গতি সম্পন্ন।
৩. অপটিক্যাল ফাইবার ক্যাবল এর সুবিধা হলো উচ্চ ব্যান্ডউইডথ। এ ক্যাবলের মধ্য দিয়ে গিগাবাইট রেঞ্জ বা তার চেয়ে বেশি গতিতে ডেটা স্থানান্তর করতে পারে।
৪. নির্ভুল ডেটা আদান-প্রদান করে। এছাড়া পরিবেশের তাপ-চাপ ইত্যাদি দ্বারা প্রভাবিত হয় না।
৫. অপটিক্যাল ফাইবার ক্যাবল আকারে ছােট, ওজন অত্যন্ত কম এবং সহজে পরিবহনযােগ্য।
৬. যেহেতু, এটি মাল্টিকম্পোনেন্ট কাঁচ বা উন্নত প্লাস্টিক দ্বারা তৈরি তাই এটি দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না। সুতরাং, এটি বিদ্যুৎ চৌম্বক প্রভাব (EMI) মুক্ত।
৭. অপটিক্যাল ফাইবার ক্যাবল এর ডেটা সংরক্ষণের নিরাপত্তা ও গােপনীয়তা তুলনামূলক বেশি।
৮. অপটিক্যাল ফাইবার ক্যাবল এর মধ্য দিয়ে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে কম বিদ্যুৎ শক্তি ব্যবহার করে।
৯. অপটিক্যাল ফাইবার ক্যাবল দিয়ে লম্বা দুরত্বে অনেক কম সময়ে বিপুল পরিমাণ তথ্য পরিবহন করা যায়।
১০. অপটিক্যাল ফাইবার ক্যাবল খারাপ আবহাওয়ার দ্বারা প্রভাবিত হয় না।

optical_optical

অপটিক্যাল ফাইবার ক্যাবল এর অসুবিধা সমূহ:
১. অপটিক্যাল ফাইবার ক্যাবল ইনস্টল করা অন্যান্য ক্যাবলের চেয়ে তুলনামূলক কঠিন।
২. অপটিক্যাল ফাইবার ক্যাবলকে U আকারে বাঁকানো যায় না। অর্থ্যাৎ, ধাতব এর মাধ্যমে তৈরি করা হয় যার ফলে অতিরিক্ত বাঁকানোর চেষ্টা করলে ভেঙ্গে যাওয়ার সম্ভবনা থাকে।
৩. অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপন ও রক্ষণাবেক্ষণ করার জন্য দক্ষ কারিগরি জ্ঞানসম্পন্ন জনবল প্রয়োজন হয়।
৪. অপটিক্যাল ফাইবার ক্যাবলকে সহজে স্লাইস বা টুকরাে করা যায় না।
৫. অপটিক্যাল ফাইবার ক্যাবল অত্যন্ত দামি তাই ব্যবহার করা খুব ব্যয়বহুল।
৬. এর স্লাইসিং-এর জন্য দরকার পড়ে ইলেকট্রিক ফিউশন কিংবা কেমিক্যাল এপােক্সি।
৭. অপটিক্যাল ফাইবার ক্যাবল শুধুমাত্র মাটিতে ব্যবহৃত হতে পারে এবং এটি স্থল বা মোবাইল যোগাযোগের সাথে কাজ করতে পারে না।