মানবদেহের আচ্ছাদন তন্ত্র, শ্বসন তন্ত্র ও পরিপাক তন্ত্রসমূহের ইংরেজি নাম ও বাংলা অর্থ।
আচ্ছাদন তন্ত্র: রক্ত নালী, যোজক কলা, স্নায়ূ, লসিকা গ্রন্থি, ঘর্মগ্রন্থি এবং চুলের গোড়ার সমন্নয়ে গঠিত। এটি দুটি প্রধান স্তরে বিভক্ত। এছাড়া এরা আঙ্গুলের ছাপ তৈরি করে।
শ্বসন তন্ত্র: মানবদেহের যে তন্ত্রের মাধ্যমে শ্বসনকার্য সম্পন্ন হয় তাকে শ্বসনতন্ত্র বলে। অর্থাৎ, যে তন্ত্রের মাধ্যমে আমরা শ্বাসকার্য থেকে শুরু করে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করি তাকে শ্বসনতন্ত্র বলে। আর শ্বসনের সাথে যেসব অঙ্গ জড়িত তাকে শ্বসনিক অঙ্গ বলে।
পরিপাক তন্ত্র: মুখ থেকে মলদ্বার পর্যন্ত খাদ্যনালী এবং সংশ্লিষ্ট অঙ্গ সমবায়ে মানব পরিপাকতন্ত্র গঠিত যার মূল কাজ খাদ্য পরিপাক করা। একে পাচনতন্ত্র (digestive system) বা পৌষ্টিকতন্ত্রও বলা হয়ে থাকে। অথবা, যে তন্ত্রের মাধ্যমে পরিপাক ক্রিয়া সম্পন্ন হয় তাই পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্র।
আচ্ছাদন তন্ত্র:
ইংরেজি নাম | বাংলা অর্থ |
Skin | ত্বক |
Epidermis | বহিস্ত্বক |
Dermis | অন্তস্ত্বক |
Basement membrane | ভিত্তিঝিল্লি |
Hair | চুল |
Nail | নখ |
Adipocyte | মেদকোষ |
Adipose tisue | মেদকলা |
Subcutaneous tissue | অধস্ত্বক কলা |
Epithelium | আবরণী কলা |
Exocrine gland | বহিঃক্ষরা গ্রন্থি |
Sweat gland | স্বেদগ্রন্থি |
Sebum gland | ঘর্মমেদ গ্রন্থি |
Mammary gland | স্তনগ্রন্থি |
Tear gland | অশ্রুগ্রন্থি |
Earwax gland | কর্ণমল গ্রন্থি |
শ্বসন তন্ত্র:
Respiratory system | শ্বসনতন্ত্র |
Nose | নাক |
Upper respiratory tract | ঊর্ধ্ব শ্বাসপথ |
Nasal cavity | নাসাগহ্বর |
Nasopharynx | নাসাগলবিল |
Larynx | স্বরযন্ত্র |
Lower respiratory tract | অধোশ্বাসপথ |
Trachea | শ্বাসনালী |
Bronchus | ক্লোমনালী |
Alveolus | বায়ুস্থলী |
Lung | ফুসফুস |
Diaphragm | মধ্যচ্ছদা |
পরিপাক তন্ত্র:
Oral cabity | মুখগহ্বর |
Tooth | দাঁত |
Tongue | জিহ্বা |
Salivary gland | লালা গ্রন্থি |
Parotid gland | কর্ণমূলীয় লালাগ্রন্থি |
Submandibular gland | অধোচোয়াল লালাগ্রন্থি |
Sublingual gland | অধোজিহ্বা লালাগ্রন্থি |
Pharynx | গলবিল |
Larynx | স্বরযন্ত্র |
Aesophagus | অন্ননালী |
Stomach | পাকস্থলী |
Small intestine | ক্ষুদ্রান্ত্র |
Duodenum | গ্রহণী |
Jejunum | ঊর্ধ্বান্ত্র |
Ileum | শোষণান্ত্র বা নিম্নান্ত্র |
Mesenteric | অন্ত্রধারক বা অন্ত্রাবরক |
Appendix | উপান্ত্র |
Large intestine | বৃহদন্ত্র |
Liver | যকৃৎ |
Gall bladder | পিত্তথলি |
Pancreas | অগ্ন্যাশয় |
Rectum | মলাশয় |
Anus | মলদ্বার বা পায়ু |