বিভিন্ন ভাইরাস ঘটিত রোগের নাম।
ভাইরাস হলো এক প্রকার অতিক্ষুদ্র জৈব কণা বা অণুজীব যারা জীবিত কোষের ভিতরেই মাত্র বংশবৃদ্ধি করতে পারে। এরা এক্যারিওটা শ্রেণির সদস্য ও আণুবীক্ষণিক এবং অকোষীয়। এরা সরলতম জীব।
ভাইরাস জৈব রাসায়নিক পদার্থ দিয়ে গঠিত এবং উপযুক্ত পোষক দেহের অভ্যন্তরে পোষক দেহের জৈব রাসায়নিক উপাদান ব্যবহার করে সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম। সকল ভাইরাসে এ দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিদ্যমান। তাই ভাইরাসকে এক প্রকার জীব হিসেবে বিবেচনা করা হয়।
ভাইরাস মানুষ,পশু-পাখি, উদ্ভিদের বিভিন্ন রোগের জন্য দায়ী। এমনকি, কিছু ভাইরাস ব্যাক্টেরিয়ার মধ্যে বংশবৃদ্ধি করে এদের ব্যাক্টেরিওফেজ (Bacteriophage) বলা হয়।
| রোগের নাম | ব্যাকটেরিয়া |
|---|---|
| কোভিড-১৯ | Novel Corona Virus |
| এইডস | HIV |
| জলাতঙ্ক | Rabies Virus |
| ইনফ্লুয়েঞ্জা | Orthomyxo Virus |
| হাম | Measles Virus |
| পোলিও | Polio Virus |
| মাম্পস | Mumps Virus |
| গুটি বসন্ত | Varciella Zoster Virus |
| হারপিস | Herpes Simplex Virus |

