বিভিন্ন ভাইরাস ঘটিত রোগের নাম।

ভাইরাস হলো এক প্রকার অতিক্ষুদ্র জৈব কণা বা অণুজীব যারা জীবিত কোষের ভিতরেই মাত্র বংশবৃদ্ধি করতে পারে। এরা এক্যারিওটা শ্রেণির সদস্য ও‌ আণুবীক্ষণিক এবং অকোষীয়। এরা সরলতম জীব।

ভাইরাস জৈব রাসায়নিক পদার্থ দিয়ে গঠিত এবং উপযুক্ত পোষক দেহের অভ্যন্তরে পোষক দেহের জৈব রাসায়নিক উপাদান ব্যবহার করে সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম। সকল ভাইরাসে এ দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিদ্যমান। তাই ভাইরাসকে এক প্রকার জীব হিসেবে বিবেচনা করা হয়।

ভাইরাস মানুষ,পশু-পাখি, উদ্ভিদের বিভিন্ন রোগের জন্য দায়ী। এমনকি, কিছু ভাইরাস ব্যাক্টেরিয়ার মধ্যে বংশবৃদ্ধি করে এদের ব্যাক্টেরিওফেজ (Bacteriophage) বলা হয়।

রোগের নাম ব্যাকটেরিয়া
কোভিড-১৯ Novel Corona Virus
এইডস HIV
জলাতঙ্ক Rabies Virus
ইনফ্লুয়েঞ্জা Orthomyxo Virus
হাম Measles Virus
পোলিও Polio Virus
মাম্পস Mumps Virus
গুটি বসন্ত Varciella Zoster Virus
হারপিস Herpes Simplex Virus
রেফারেন্স: