বিভিন্ন গ্যাস ও তার উৎপাদনের নাম।
| গ্যাসের নাম | উপাদান |
|---|---|
| এল.পি.জি | প্রোপেন ও বিউটেন গ্যাসীয় মিশ্রণ |
| অয়েল গ্যাস | হাইড্রোজেন, মিথেন, ইথেন, কার্বন মনোক্সাইড-এর মিশ্রণ |
| সি.এন.জি | সংনমিত প্রাকৃতিক গ্যাস (প্রধান উপাদান মিথেন) |
| গোবর গ্যাস | মিথেন, কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেনের মিশ্রণ |
| প্রাকৃতিক গ্যাস | মিথেন, প্রোপেন, ইথিলিন, অ্যাসিটিলিন, বিউটেন, আইসোবিউটেন |
| প্রোডিউসার গ্যাস | কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেনের মিশ্রণ |
| কোল গ্যাস | বিভিন্ন রকম গ্যাসের মিশ্রণ (বিটুমিনাস কয়লার অন্তর্ধুম পাতনে নির্গত হয়) |
| ওয়াটার গ্যাস | কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেনের মিশ্রণ |

