দৈনন্দিন বিজ্ঞান সম্পর্কিত প্রশ্নোত্তর।

যক্ষ্মা রোগের জীবাণু কে আবিষ্কার করেন = রবার্ট কচ।
দেহ কোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন = প্রোটিন।
ভয় পেলে গায়ের লোম খাড়া হয়ে যায় কোন হরমোনের অভাবে = অ্যাডরেনালিন।
কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্তপড়া বন্ধ করতে সাহায্য করে = ভিটামিন কে।
কোনটি দেহকোষ নয় = প্রোটিন।
ক্লোরোফিল অণুর উপাদান কী = ম্যাগনেসিয়াম।
হিমোগ্লোবিনের কাজ কি = অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বহন করা।
কোন রক্তের গ্রুপকে “সর্বজনীন দাতা” universal donar বলা হয় = গ্রুপ ‘O’
মোটামুটি সম্পূর্ণ বা আদর্শ খাদ্য বলা হয় = দুধকে।
তাপে কোন ভিটামিন নষ্ট হয় = ভিটামিন সি।
কোন ভিটামিনের অভাবে মুখে ও জিহ্বায় ঘা হয় = ভিটামিন বি-2
মাছের মাথা থেকে কোন ভিটামিন পাওয়া যায় = ভিটামিন এ
দেহে আমিষের কাজ কি = দেহ কোষ গঠনে সহায়তা করে।
কচু খেলে গলা চুলকায় কারন কচুতে থাকে = ক্যালসিয়াম অক্সালেট।
শ্রবণ ছাড়া কানের অন্যতম কাজ হলো = দেহের ভারসাম্য রক্ষা করা।
কোনটির মাধ্যমে পেশিগুলো অস্থির সাথে সংযুক্ত থাকে = লিগামেন্ট।
হৃদরোগের প্রধান কারণ = ধূমপান।
কোন রাসায়নিক পদার্থটি ক্রোমোজোমের অভ্যন্তরে থাকে না = লিপিড।
প্লাস্টিড কোথায় থাকে = সাইটোপ্লাজমে।
কোন পদার্থের জন্য ফুল রঙ্গিন ও সুন্দর হবে = ক্রোমোপ্লাস্ট।
অস্থির বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন = ক্যালসিয়াম।
ক্লোরোফিলের মধ্যে কোন ধাতব আয়রনটি আছে = ম্যাঙ্গানিজ।
কোন প্রাণী মেরুদন্ডহীন প্রাণী = কেঁচো।
রক্ত জমাট বাঁধতে কোন ধাতুর আয়ন সাহায্য করে = ক্যালসিয়াম।
ক্লোনিং এর মাধ্যমে জম্ম নেওয়া সর্বপ্রথম ভেড়ার নাম কি = ডলি।
জন্ডিস রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয় = লিভার।
ডিপথেরিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয় = গলা।
কোনটি মৌলও নয় আবার যৌগও নয় = শর্করা।
মাছ কোনটির সাহায্যে শ্বাসকার্য চালায় = ফুলকার সাহায্যে।
বাতাসে অক্সিজেনের শতকরা হার কত = 20.71%
বায়ু মন্ডলে কোন গ্যাসের পরিমাণ বেশি = নাইট্রোজেন।
সুনামি এর প্রধান কারণ কি = সমুদ্র তলদেশে ভূমিকম্প।
সূর্য রশ্মি থেকে কোন ভিটামিন পাওয়া যায় = ভিটামিন D
সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল = পেয়ারা।
ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় = অক্সিজেন।
বর্ণালী ও শুভ্র কি = উন্নত জাতের ভুট্টা।
পৃথিবীতে সবচেয়ে বেশি কপি উৎপন্ন হয় = ব্রাজিলে।
বাংলাদেশে একটি জীবন্ত জীবাশ্ম জ্বালানি = রাজ কাঁকড়া।
পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় = শুশুক।
সর্বপ্রথম যে উফশী ধান চালু হয়ে এখনো বর্তমান রয়েছে তা হলো = ইরি-8 (আট)।
বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল = চা।
কোনটি ম্যানগ্রোভ বন = সুন্দরবন।
ফল পাকানোর জন্য দায়ী = ইথিলিন।
উদ্ভিদের মূখ্য পুষ্টি উপাদান কয়টি = 9 টি।
রূপালী ও ডেলফোজ কি = উন্নত জাতের তুলা।
কৃষির রবি মৌসুম কোনটি = কার্তিক – ফাল্গুন।
কচু শাকে বেশি থাকে = লৌহ।
বায়োটেকনোলজির মাধ্যমে কোন হরমোন তৈরি হয় = গ্রোথ হরমন।
বিষাক্ত নিকোটিন থাকে = তামাকে।
ওজন স্তর সবচেয়ে বেশি ক্ষতি করে = ক্লোরিন।
ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় = রিকেটস।
অ্যানথ্রাক্স রোগের টিকা আবিষ্কার করেন = লুই পাস্তুর।
কোনটি থেকে CFC নির্গত হয় না = কাগজের মিল।
নাইট্রোজেন সমৃদ্ধ জৈব সার কোনটি = সরিষার খৈল।
আলোর গতিতে চললে পৃথিবী থেকে চাঁদে পৌছাতে কত সময় লাগে = 1.5 সেকেন্ড প্রায়।
প্রবল জোযারের কারন, এ সময় = সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরলরেখায় থাকে।
সূর্যের কয়টি গ্রহ = 8 টি।
গভীরতম মহাসাগর = প্রশান্ত মহাসাগর।
পৃথিবীর আয়তনের তুলনায় সূর্যের আয়তন মোটামুটি কতগূন বড় = 13 লক্ষ গূন।
তারা’দের জীবন প্রবাহের তৃতীয় অবস্থা কোনটি = হোয়াইট ডোয়ার্ফ।
হ্যালির ধূমকেতু সর্বশেষ দেখা যায় = 1986 সালে।
সৌর জগতের সবচেয়ে বড় গ্রহ = বৃহস্পতি।
নাসা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা = যুক্তরাষ্ট্র।
কোন নভোচারী সর্বপ্রথম পৃথিবী প্রদক্ষিণ করেন = ইউরি গ্যাগারিন।
পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি = মঙ্গল।
কোন কাল্পনিক রেখা থেকে অক্ষাংশ গণনা করা হয় = বিষুব রেখা।
ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কি বলে = ছায়াবৃত্ত।
মহাকাশে প্রথম কোন প্রাণী ঘটিয়েছিল = কুকুর।
গ্যালিলিও কি = পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ।
মানুষ প্রথম কবে চন্দ্রে অবতরণ করেন = 1969, 21 জুলাই।
চাঁদের উপর সর্বপ্রথম পা রাখেন = নীল আর্মস্ট্রং।
সমুদ্র বায়ু কখন কখন প্রবল বেগে প্রভাহিত হয় = অপরাহ্নে।
কোন বায়ুমণ্ডলীয় স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় = আয়নমন্ডল।