বাংলা ও ইংরেজিতে গ্রহের নাম।
গ্রহ বলতে জ্যোতির্বিজ্ঞানে মহাবিশ্বের এমন যেকোন বস্তুকে বোঝানো হয় যার কেবলমাত্র নিজের মহাকর্ষ বলের প্রভাবে গোলাকার রূপ ধারণ করার ক্ষমতা আছে, যা তার নিকটতম নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরে, যার ভর তাপ-নিউক্লিয় বিক্রিয়া শুরু করে সূর্যের মত শক্তি উৎপাদনের জন্য যথেষ্ট নয়, যে তার একদম নিকটে থাকা নক্ষত্র কে কেন্দ্র করে ঘুরছে।
| নং | গ্রহের নাম (বাংলা) | গ্রহের নাম (ইংরেজি) |
|---|---|---|
| ০১ | বুধ | Mercury |
| ০২ | শুক্র | Venus |
| ০৩ | পৃথিবী | Earth |
| ০৪ | মঙ্গল | Mars |
| ০৫ | বৃহস্পতি | Jupiter |
| ০৬ | শনি | Saturn |
| ০৭ | ইউরেনাস | Uranus |
| ০৮ | নেপচুন | Neptune |

